সাত কলেজের বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ঢাবি প্রতিনিধি
শুক্রবার, ২৬ আগস্ট ২০২২ | ৩:০১ অপরাহ্ণ
সাত কলেজের বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের বাণিজ্য ইউনিটের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৬ আগস্ট) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ঢাকার ৮টি কেন্দ্রে এই পরীক্ষা ‌অনুষ্ঠিত হয়। কেন্দ্রগুলো হলো: ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ ও গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ।

বিশ্ববিদ্যালয়সূত্রে পাওয়া তথ্যানুযায়ী, সরকারি সাত কলেজে ‘বাণিজ্য’ ইউনিটের মোট ৫ হাজার ৩১০টি আসনের বিপরীতে ২৬ হাজার ৪৪০ জন ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী আজ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়েছেন ৫ জন।

সাত কলেজের বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন এবং ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের ‘বাণিজ্য’ ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন উপস্থিত ছিলেন।

এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ পৃথকভাবে পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন।

ঢাকা কলেজ কেন্দ্রে অনুপস্থিত ৩০৪ পরীক্ষার্থী

সাত কলেজের বাণিজ্য অনুষদের ভর্তি পরীক্ষায় ঢাকা কলেজ কেন্দ্রে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৩০৪ জন। ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, ঢাকা কলেজ কেন্দ্রে সুন্দর ও সুষ্ঠু পরিবেশে বাণিজ্য অনুষদের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। অন্যান্য কেন্দ্রের কোথাও কোনো ঝামেলা হয়েছে এমনটি শুনিনি। আমার এখানে মোট ৩৪২০ জন পরীক্ষার্থীর আসন ছিল। এরমধ্যে ৩১১৬ জন পরীক্ষায় অংশ নেননি। অর্থাৎ ৩০৪ জন পরীক্ষায় অংশ নেননি।

শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঢাকার সাতটি সরকারি কলেজকে ঢাবির অধিভুক্ত করা হয়। কলেজগুলো হলো-ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

অধিভুক্তির পর থেকে এসব কলেজে শিক্ষার্থী ভর্তি, পরীক্ষা কার্যক্রম, প্রশ্ন প্রণয়নসহ সবধরনের একাডেমিক কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে পরিচালিত হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধজবি তরুণ লেখক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি
পরবর্তী নিবন্ধচবির বি ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ