সাতক্ষীরায় তরুণদের জলবায়ু ধর্মঘট ও পদযাত্রা

শেখ শাকিল হোসেন
বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১ | ৩:২৮ অপরাহ্ণ
গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক ডে উপলক্ষে সাতক্ষীরায় জলবায়ু ধর্মঘট ও পদযাত্রা কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মার্চ) সকাল ১০টায় সাতক্ষীরায় প্রেসক্লাবের সামনে পরিবেশবাদী সংগঠন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস, কোস্টাল ইয়ুথ অ্যাকশন হাব, বাংলাদেশ মডেল ইয়ুথ পার্লামেন্ট, ফ্রাইডেস ফর ফিউচারসহ জেলার বিভিন্ন পরিবেশবাদী সংগঠন সম্মিলিতভাবে এই কর্মসূচি পালন করে।

এই কর্মসূচিতে অংশ নিয়ে জলবায়ু কর্মীরা আসন্ন জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ-২৬ এবং যুব সম্মেলনকে সামনে রেখে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হার ১.৫ ডিগ্রিতে সীমিত রাখতে উন্নত দেশগুলোকে চাপে রাখাসহ প্যাারিস চুক্তি বাস্তবায়নের দাবি জানান।

এসময় মমিনুর রহমানের সঞ্চালনায় ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক ডে’ এর প্রতি সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক ও পরিবেশ কর্মী অধ্যক্ষ আশেক-ই-লাহী, ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের সাতক্ষীরা জেলা সমন্বয়কারী এসএম শাহিন আলম, শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সাধারণ সম্পাদক গাজী আসাদ, সাতক্ষীরা মেডিকেল কলেজ ইন্টার্ন চিকিৎসক আজমল হোসেন, মাসুদ রানা প্রমূখ।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বর্ণিল সাজে ঢাবি
পরবর্তী নিবন্ধঢাবি অধিভুক্ত সাত কলেজের ৯৬ শিক্ষার্থী বহিষ্কার