বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বর্ণিল সাজে ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১ | ১:২৬ পূর্বাহ্ণ
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বর্ণিল সাজে ঢাবি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রাঙ্গণ।

গত সোমবার (১৫ মার্চ) সন্ধ্যা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, কার্জন হল, কলাভবন, ব্যবসায় অনুষদ ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার এলাকা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, হাজী মুহম্মদ মহসিন হল, সূর্যসেন হল, ভিসি চত্বরসহ গোটা ক্যাম্পাস রঙিন আলোকসজ্জ্বায় সজ্জিত রয়েছে।

এ দৃশ্য মনোরম পরিবেশ সৃষ্টি করেছে চারদিকে। ছুটির দিন হিসেবে অফিস, আদালত ও অন্যান্য কর্মস্থল বন্ধ থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে দর্শনার্থীদের ভিড় জমেছে। অনেকে ঘুরে ঘুরে ক্যাম্পাসের সৌন্দর্য প্রদক্ষিণ করছেন। অনেকে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করছেন। যারা বাড়িতে রয়েছেন তারা ক্যাম্পাসকে মিস করার কথা জানিয়েছেন।

এই আলোকসজ্জা আরও একদিন থাকবে বলে জানিয়েছেন প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে ক্যাম্পাসে ছোট পরিসরে আলোকসজ্জার আয়োজন করা হয়েছে। নিরাপত্তার বিষয়ে প্রক্টরিয়াল মোবাইল টিম সর্বাত্মক কাজ করে যাচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধস্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে ঢাবি ছাত্র গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধসাতক্ষীরায় তরুণদের জলবায়ু ধর্মঘট ও পদযাত্রা