সন্ধ্যায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে ‘এলেবেলে’

ফোরকান রাসেল, চট্টগ্রাম
শুক্রবার, ৩০ আগস্ট ২০১৯ | ১১:৩৫ পূর্বাহ্ণ | 218 বার পঠিত

আজ শুক্রবার ৩০ আগস্ট সন্ধ্যা ৭ টায় জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম মিলনায়তনে অরিন্দম নাট্য সম্প্রদায় পরিবেশন করবে জিয়া হায়দার রচিত ও মুনির হেলাল নির্দেশিত নাটক ‘এলেবেলে’

‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান- অস্তিত্বে আমাদের সদা বহমান’ এই শ্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম মিলনায়তনে চলছে বঙ্গবন্ধুকে নিবেদিত ১১দিন ব্যাপী নাট্য আয়োজন ‘আগস্টের নাট্য সম্ভার ২০১৯’। আজ দশম দিনে অরিন্দম নাট্য সম্প্রদায় মঞ্চায়ন করবে নাটক ‘এলেবেলে ‘

২১ আগস্ট থেকে শুরু হওয়া ‘আগস্টের নাট্য সম্ভার’ যেখানে আগামীকাল ৩১ আগস্ট সমাপনী দিবসে থিয়েটার ওর্য়াকশপ চট্টগ্রাম পরিবেশন করবে শ্যামা কান্ত দাশ রচিত ও তাপস শেখর নির্দেশিত নাটক ‘অন্তর্দাহ’।

প্রতিদিনের নাটকের টিকিট নাটক শুরু হওয়ার পূর্বে মিলনায়তন কাউন্টারে পাওয়া যায়।

মুক্ত ক্যাম্পাস/ফোরকান/জেডআর

পূর্ববর্তী নিবন্ধইউরোপের বর্ষসেরা ফুটবলার লিভারপুল ও নেদারল্যান্ড ডিফেন্ডার ফন ডাইক
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে চলছে ‘সবুজ মেলা ২০১৯’