ইউরোপের বর্ষসেরা ফুটবলার লিভারপুল ও নেদারল্যান্ড ডিফেন্ডার ফন ডাইক

স্পোর্টস ডেস্ক
শুক্রবার, ৩০ আগস্ট ২০১৯ | ১১:২১ পূর্বাহ্ণ | 195 বার পঠিত

বিশ্বকে চমক দেখিয়ে দিল ভার্জিল ফন ডাইক। লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মতো তারকাদের হারিয়ে প্রথমবারের মতো ইউরোপের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার উয়েফা মেনস প্লেয়ার অব দ্য ইয়ার জিতেছেন লিভারপুল ও নেদারল্যান্ডসের এই ডিফেন্ডার। প্রথম কোনো রক্ষণভাগের ফুটবলার হিসেবেও এই পুরস্কার জিতে রেকর্ড গড়েছেন তিনি।

মোনাকোতে বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

ভার্জিল ফন ডাইক পেয়েছে ৩০৫ পয়েন্ট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি পেয়েছে ২০৭ পয়েন্ট আর তৃতীয় হওয়া ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পেয়েছে ৭৪ পয়েন্ট।

২০১৮-১৯ মৌসুমটা স্বপ্নের মতো কেটেছে ফন ডাইকের। ইংলিশ ক্লাব লিভারপুলের চ্যাম্পিয়নস লিগ জয়ে বড় ভূমিকা রেখেছেন এই ডাচ তারকা। এছাড়া জাতীয় দল নেদারল্যান্ডসকে নিয়ে গেছেন ইউরোপা ন্যাশন্স লিগের ফাইনালে।

গতবছর এই পুরস্কার পেয়েছিল ক্রোয়েশিয়ার লুকা মড্রিচ।

মুক্ত ক্যাম্পাস/ফোরকান/জেডআর

পূর্ববর্তী নিবন্ধইবিতে প্রতিবন্ধীর অধিকার ও সুরক্ষা আইন বিষয়ক প্রশিক্ষণ
পরবর্তী নিবন্ধসন্ধ্যায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে ‘এলেবেলে’