বুটেক্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশ, পরীক্ষা ৮ মার্চ

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ২৩ জানুয়ারি ২০২৪ | ৮:৪২ অপরাহ্ণ
বুটেক্সের ভর্তি পরীক্ষা ১৭ জুন

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বুটেক্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়টি বিভিন্ন অনুষদের অধীনে ১০টি বিভাগে চার বছর মেয়াদী বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাবেরী মজুমদারের স্বাক্ষরিত প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৮ মার্চ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদন গ্রহণ শুরু হবে ২৮ জানুয়ারি সকাল ১০টায়, যা চলবে ১৯ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদনকারীকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে জিপিএ ৫.০০ এর মধ্যে ন্যূনতম জিপিএ ৪.৫০ সহ গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ে ২০ এর মধ্যে সর্বমোট কমপক্ষে ১৮.৫০ গ্রেডিং পয়েন্ট থাকতে হবে। আবেদনকারীকে ৩০০ টাকা ফি প্রদানের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদন প্রক্রিয়া ও বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন  – http://www.butex.edu.bd

আবেদনের পর লিখিত পরীক্ষার জন্য যোগ্য ৭২০০ জন প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ২৫ ফেব্রুয়ারি। পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীকে ১০০০ টাকা পরিশোধ করে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। যোগ্য প্রার্থীরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন ২৬ ফেব্রুয়ারি হতে ৫ মার্চ পর্যন্ত।

বুটেক্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশ, ৮ মার্চ পরীক্ষা

ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৮ মার্চ (শুক্রবার) সকাল ৯.৩০ টা হতে ১১.৩০ টা পর্যন্ত। লিখিত পরীক্ষার ভিত্তিতে মেধা তালিকা প্রকাশ করার সম্ভাব্য তারিখ ২৮ মার্চ। মোট ২০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে যার মধ্যে গণিতে ৬০ নম্বর, পদার্থবিজ্ঞানে ৬০ নম্বর, রসায়নে ৬০ নম্বর এবং ইংরেজি বিষয়ে ২০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। মেধা তালিকার ভিত্তিতে প্রথম ৩ হাজার শিক্ষার্থীর মেধাতালিকা প্রকাশ করা হবে। তবে লিখিত পরীক্ষায় ৪০ শতাংশের কম নম্বর প্রাপ্তদের মেধাতালিকা প্রকাশ করা হবে না।

আরও পড়ুন : ওমরাহ হজের ফজিলত ও সওয়াব

উল্লেখ্য, এবার মোট ১০টি বিভাগে ৬০০টি আসনে শিক্ষার্থী ভর্তি নেয়া হবে। এর মধ্যে ইয়ার্ণ ইঞ্জিনিয়ারিং, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগে আসন রয়েছে ৮০টি করে। আর টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল মেশিনারী ডিজাইন অ্যান্ড মেইনটেনেন্স, ডাইজ অ্যান্ড কেমিকেল ইঞ্জিনিয়ারিং এবং এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগগুলোতে আসন রয়েছে ৪০টি করে।

পূর্ববর্তী নিবন্ধএনইউ মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা ১৮ ফেব্রুয়ারি
পরবর্তী নিবন্ধ১৮তম শিক্ষক নিবন্ধন প্রিলি পরীক্ষা ১৫ মার্চ