করোনায় স্থবির সারাদেশ, অসহায়দের পাশে ডুয়েট পরিবার

ডুয়েট প্রতিনিধি:
সোমবার, ৩০ মার্চ ২০২০ | ১১:১০ অপরাহ্ণ | 183 বার পঠিত

“ঘরে বসেই একটু ভালোবাসা ছড়াই, অসহায় মানুষের পাশে দাঁড়াই” এমন স্লোগান ধারণ করে লকডাউনে বিপর্যস্ত অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার ও নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষার্থীরা। ডুয়েট পরিবার এর এমন উদ্যোগে আশার আলো জেগে ওঠেছে অসহায়দের মাঝে।

আজ (৩০ মার্চ) বিকেলে কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার ঘড়িয়াল ডাঙ্গা এলাকায় প্রাথমিক ধাপে ২০ টি পরিবারের বাড়িতে গিয়ে তিন দিনের খাবার সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।তাদের এই কার্যক্রম আগামী ৯ এপ্রিল পর্যন্ত চলমান থাকবে।

“করোনা সংক্রমণ : অসহায় মানুষদের পাশে ডুয়েট পরিবার ” নামক ফেসবুক ইভেন্টের মাধ্যমে গতকাল (২৯ মার্চ) হতে তারা অর্থ সংগ্রহ ও খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করে আসছে।ডুয়েটে বিভিন্ন বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের উদ্যোগে সার্বিক দিক দিয়ে সহায়তা করছেন ডুয়েটের বর্তমান ও সাবেক ছাত্রবৃন্দ ও শিক্ষকমণ্ডলী।

এই কার্যক্রমের অন্যতম উদ্যোক্তা ডুয়েটের সিএসই বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী লাতিফুর রহমান লিমন বলেন, ” আমরা নিরাপদ দূরত্ব বজায় রেখে প্রতিটি দিনমজুর মানুষের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়ে আসছি।পর্যায়ক্রমে বাংলাদেশের বিভিন্ন এলাকায় যেখানে আমাদের ভলান্টিয়ার আছে সেসব এলাকার দিনমজুরদের ঘরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি পৌঁছে দেওয়া হবে “।

করোনায় স্থবির সারাদেশ, অসহায়দের পাশে ডুয়েট পরিবার

এই মহতী উদ্যোগের প্রধান সমন্বয়ক ডুয়েটের সিএসই বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী আশরাফুল অ্যাস্ট্রো বলেন,” দেশের প্রতিটি মানবিক বিপর্যয়ে ডুয়েট পরিবার স্বতস্ফূর্তভাবে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। সেই ধারাবাহিকতায় এবারও আমরা অসহায় দিনমজুর মানুষদের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। ডুয়েটের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সৃজনী’র তত্ত্বাবধানে আমাদের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। আসুন ঘরে বসে শুধু ভয় না ছড়িয়ে একটু ভালোবাসা ছড়াই ।”

ডুয়েট শিক্ষার্থীদের এই অনন্য উদ্যোগের আপনিও অংশীদার হতে পারেন। সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতার মাধ্যমে আপনিও একটি দিনমজুর পরিবারের দুদিনের খাবারের যোগানদাতা হতে পারবেন।

নিম্নের নাম্বার সমূহে সহযোগিতা পাঠাতে পারবেন।
বিকাশঃ 01720636118 (পার্সোনাল)
রকেটঃ 01755408123-8 (পার্সোনাল)

উদ্যোক্তাদের ফেসবুক ইভেন্ট এর লিঙ্ক:

মুক্ত ক্যাম্পাস/সাব্বির/এমআর

পূর্ববর্তী নিবন্ধডুয়েট ছাত্রলীগের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধ৬ মন্ত্রীকে তলব করেছেন প্রধানমন্ত্রী