ডুয়েট ছাত্রলীগের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

ডুয়েট প্রতিনিধি:
সোমবার, ৩০ মার্চ ২০২০ | ১০:৩৮ অপরাহ্ণ | 120 বার পঠিত
ডুয়েট ছাত্রলীগের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ঘর থেকে বের না হওয়া দৈনিক উপার্জনের উপর নির্ভরশীল শ্রমজীবী মানুষ অসহায় হয়ে পড়েছে। যানবাহন, দোকান পাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় উপার্জনের অভাবে খাদ্য সংকটে নিম্ন আয়ের মানুষ। এই পরিস্থিতিতে দুস্থ ও অসহায়দের খাদ্য সংকট পূরণে পাশে দাঁড়িয়েছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  ডুয়েট ছাত্রলীগ।

ডুয়েট ছাত্রলীগের উদ্যোগে সোমবার (৩০ মার্চ) দুপুরে ডুয়েট গেইটে ৩৬টি দরিদ্র পরিবারকে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। যার মধ্যে প্রত্যেক পরিবারকে ৪ কেজি চাল, ১ কেজি ডাল, ৩ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, আধা কেজি তেল, আধা কেজি লবন, ২টি সাবান, ২৫০গ্রাম ব্লিচিং পাউডার রয়েছে।

ডুয়েট ছাত্রলীগের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

এ সময় উপস্থিত ছিলেন ডুয়েট শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আশিকুর রহমান খান কাশ্মীর, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোজাম্মেল হোসেন শাহীন, উপ স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক সৈয়দ সামসুল হক মিশর ও ছাত্রলীগ কর্মী মোঃ ইউসুফ হোসেন।

মুক্ত ক্যাম্পাস/সাব্বির/এসপি

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশে করোনা পরিস্থিতি ভালো : ত্রাণ প্রতিমন্ত্রী
পরবর্তী নিবন্ধকরোনায় স্থবির সারাদেশ, অসহায়দের পাশে ডুয়েট পরিবার