কারিগরি বোর্ডের পরীক্ষার মূল্যায়ন যে পদ্ধতিতে

এমসি রিপোর্ট
মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১ | ১২:৪৬ পূর্বাহ্ণ
মাদরাসা শিক্ষকদের জুনের এমপিওর জিও জারি

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ডিপ্লোমা পর্যায়ের পরীক্ষাসমূহের মূল্যায়ন প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। সোমবার (১৮ অক্টোবর) রাতে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ডিপ্লোমা পরীক্ষার প্রশ্নপত্রে দেয়া নম্বরের ৫০ শতাংশ নম্বরের উত্তর দিয়ে পরীক্ষা গ্রহণ করা হবে। এবং সব বিষয়ে ৩ ঘন্টার পরীক্ষা ২ ঘন্টা এবং ২ ঘন্টার পরীক্ষা ১ ঘন্টা ৩০ মিনিটে গ্রহণ করা হবে।

আরও বলা হয়, প্রতিটি বিষয়ে পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে দিগুন করে ফলাফল নির্ধারণ করা হবে।

এর আগে চলতি বছরের এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার রুপরেখাও ঘোষণা করে সরকার। এতে বলা হয়, শুধু গ্রুপভিত্তিক (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্যসহ অন্যান্য গ্রুপ) ৩টি নৈর্বাচনিক বিষয়ে সময় ও নম্বর কমিয়ে স্বাস্থ্যবিধি মেনে নেয়া হবে। এ ছাড়া এবার নেয়া হবে না আবশ্যিক ও চতুর্থ বিষয়ের পরীক্ষা। শুধু সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে আবশ্যিক বিষয় এবং চতুর্থ বিষয়ের নম্বর দিয়ে ফলাফলে যোগ করা হবে।

প্রিয় পাঠক, শিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক সর্বশেষ আপডেট পেতে মুক্ত ক্যাম্পাসের ফেসবুক পেজে লাইক দিন। লিঙ্ক : https://www.facebook.com/Muktocampus

পূর্ববর্তী নিবন্ধটিকা ছাড়াই ক্লাসে ফিরছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
পরবর্তী নিবন্ধপবিপ্রবি’তে পূর্ণ মর্যাদায় ‘শেখ রাসেল দিবস’ পালিত