কারিগরি শিক্ষা বোর্ডের দুই পরীক্ষা স্থগিত

এমসি রিপোর্ট
বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১ | ৬:৩৭ অপরাহ্ণ
করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশের বেশ কয়েকটি জেলায় লকডাউন ঘোষণা করা হয়েছে। এতে রাজধানীতে বাইরে থেকে কোনো পরিবহন প্রবেশ এবং বের হতে দেওয়া হচ্ছে না। ফলে স্থগিত করে দেওয়া হয়েছে ডি‌প্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি পরীক্ষাসমূহ।

আজ বৃহস্পতিবার (২৪ জুন) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবদুর রহমান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৬ তারিখ থেকে ঘোষিত ডি‌প্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি পরীক্ষাসমূহ অনিবার্য কারণবশত স্থগিত ঘোষণা হলো।

স্থগিত পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরে জানানো হবে বলেও জানানো হয়।

পূর্ববর্তী নিবন্ধ৭২ দিনের মধ্যে সর্বোচ্চ শনাক্ত, মৃত্যু ৮১
পরবর্তী নিবন্ধঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগস্টে