ইংলিশদের মারমুখী ব্যাটিংয়ে চাপের মুখে টাইগাররা

স্পোর্টস ডেস্ক
শনিবার, ০৮ জুন ২০১৯ | ৪:৩৭ অপরাহ্ণ | 260 বার পঠিত

বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে কার্ডিফের সোফিয়া গার্ডেনে মারমুখী ব্যাটিং শুরু করেছে স্বাগতিক ইংল্যান্ড। কোনো উইকেট না পড়ায় এক প্রকার চাপের মধ্যেই পড়েছে টাইগাররা। এর আগে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
খেলার প্রথমে ব্যাটিংয়ে নেমে দলকে শুভ সূচনা এনে দেন দুই ওপেনার জেসন রয় ও জনি বেয়ারস্টো। ৭.৫ ওভারে দলীয় ফিফটি রান পূর্ণ করেন তারা। প্রথম ১০ ওভারে তারা স্কোরবোর্ডে যোগ করেন ৬৭ রান।

অতীত পরিসংখ্যান অনুসারে, ২০ ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ-ইংল্যান্ড। তার মধ্যে ১৬টিতে জয় পায় ইংলিশরা। মাত্র ৪ ম্যাচে জয় পায় টাইগাররা।

তবে বিশ্বকাপে এর আগে তিন ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ-ইংল্যান্ড। তার মধ্যে ইংল্যান্ড জয় পায় দুটিতে। তবে সবশেষ সাক্ষাতে জয় পায় বাংলাদেশ। বিশ্বকাপের গত আসরে এই ইংল্যান্ডকে হারিয়েই প্রথমবার কোয়ার্টার ফাইনালে খেলে বাংলাদেশ দল।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ১৭ ওভারে ১১২ রান।

পূর্ববর্তী নিবন্ধটস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
পরবর্তী নিবন্ধসিরাজগঞ্জে অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার