৪০তম বিসিএস প্রিলির ফল আগামী সপ্তাহে

মুক্ত ক্যাম্পাস প্রতিবেদন
শুক্রবার, ১২ জুলাই ২০১৯ | ১১:৫১ পূর্বাহ্ণ | 358 বার পঠিত

আগামী সপ্তাহে ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হতে পারে বলে জানা গেছে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানিয়েছেন।

পিএসসি সূত্রে জানা যায়, ৪০তম বিসিএসের প্রিলিমিনারি ফল প্রকাশে কর্তৃপক্ষের চাপ রয়েছে। ফলে আগামী সপ্তাহের মধ্যে ফল প্রকাশের সম্ভাবনা বেশি।

এদিকে আরেকটি সূত্রে জানা যায়, সবকিছু ঠিক থাকলে ১৭ জুলাই ৪০তম বিসিএসের প্রিলিমিনারি ফল প্রকাশ হতে পারে। এরইমধ্যে ওএমআর শিট মার্কিংয়ের কাজ শেষ হয়েছে। এখন চূড়ান্ত ফল প্রস্তুত করা হচ্ছে।

প্রসঙ্গত, গত ৩ মে সারাদেশে একযোগে অনুষ্ঠিত হয় ৪০তম বিসিএস প্রিলিমিনারী পরীক্ষা। এবার ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন চাকরিপ্রার্থী এ পরীক্ষায় অংশ নেন। এর আগে, গতবছরের সেপ্টেম্বরে ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এই বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়ার কথা রয়েছে। যার মধ্যে ক্যাডার অনুসারে প্রশাসনে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়া হতে পারে।

মুক্ত ক্যাম্পাস/জেডআর

পূর্ববর্তী নিবন্ধবুয়েটের সিন্ডিকেট সদস্য হলেন মেয়র আতিক
পরবর্তী নিবন্ধতিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার আশঙ্কা