বুয়েটের সিন্ডিকেট সদস্য হলেন মেয়র আতিক

মুক্ত ক্যাম্পাস প্রতিবেদন
শুক্রবার, ১২ জুলাই ২০১৯ | ১২:৫৭ পূর্বাহ্ণ | 382 বার পঠিত
উত্তরে নগর পিতা হওয়ার দৌঁড়ে এগিয়ে আতিক

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিন্ডিকেট সদস্য নির্বাচিত হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। আগামী দুই বছরের জন্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর তাকে এ নিয়োগ দেন।

বৃহস্পতিবার (১১ জুলাই) ডিএনসিসির এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

গত ৭ জুলাই বুয়েট রেজিস্ট্রার এবং সিন্ডিকেটের সচিব অধ্যাপক ড. এসএম মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে মেয়র আতিকুল ইসলামকে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে- ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ ১৯৬১ এবং বাংলাদেশ (এডাপটেশন অব ইউনিভার্সিটি লজ) অর্ডিন্যান্স, ১৯৭২-এর ১৫ (৫) ধারা অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মহোদয় ১ জুলাই হতে আগামী দুই বছরের জন্য এই বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সদস্য হিসাবে আপনাকে মনোনীত করেছেন। এই মনোনয়ন অবিলম্বে কার্যকর হবে। আশা করি আপনার জ্ঞান এবং প্রজ্ঞা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের কার্যক্রম পরিচালনায় সহায়ক ভূমিকা রাখবে। এই ব্যাপারে আপনার সক্রিয় অংশগ্রহণ ও প্রয়োজনীয় সহযোগিতা কামনা করছি।’

মুক্ত ক্যাম্পাস/জেডআর

পূর্ববর্তী নিবন্ধধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নের আহ্বান প্রধানমন্ত্রীর
পরবর্তী নিবন্ধ৪০তম বিসিএস প্রিলির ফল আগামী সপ্তাহে