জাতীয় শোক দিবসে হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

জেলা প্রতিনিধি
শনিবার, ১৫ আগস্ট ২০২০ | ১১:৫৮ পূর্বাহ্ণ
জাতীয় শোক দিবসে হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদৎবার্ষিকী এবং ভারতের ৭৪তম স্বাধীনতা দিবস উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে দেশ দুটির মধ্যে পণ্য আমদানি-রফতানিসহ বন্দরের সব কার্যক্রম বন্ধ রয়েছে।

আজ শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে এ কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, শনিবার ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে সরকারি ছুটি রয়েছে দেশে। অপরদিকে ভারতের ৭৪তম স্বাধীনতা দিবসের জন্য দেশটির রফতানিকারকরা কোনো পণ্য রফতানি বা আমদানি না করার ঘোষণা দেন। এসবের জন্য বন্দরে সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে।

তবে রবিবার (১৬ আগস্ট) সকাল থেকে সকল কার্যক্রম আবারো শুরু হবে বলে জানান তিনি।

মুক্ত ক্যাম্পাস/নাসির

পূর্ববর্তী নিবন্ধব্রাহ্মণবাড়িয়ায় বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকীতে ঢাবি উপাচার্যের শ্রদ্ধাঞ্জলি