বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকীতে ঢাবি উপাচার্যের শ্রদ্ধাঞ্জলি

ক্যাম্পাস প্রতিবেদক
শনিবার, ১৫ আগস্ট ২০২০ | ১:২৭ অপরাহ্ণ
বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকীতে ঢাবি উপাচার্যের শ্রদ্ধাঞ্জলি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীগণ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে শ্রদ্ধা নিবেদন করেছেন।

আজ শনিবার (১৫ আগস্ট) ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন তারা।

এসময় অন্যান্যের মধ্যে প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া এবং প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধুু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

মুক্ত ক্যাম্পাস/এসকে

পূর্ববর্তী নিবন্ধজাতীয় শোক দিবসে হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ
পরবর্তী নিবন্ধসৌদি রাজপুত্র আবদুল আজিজ মারা গেছেন