স্বাস্থ্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩-dghs job circular

অনলাইন ডেস্ক
রবিবার, ২৬ নভেম্বর ২০২৩ | ৩:৪৫ অপরাহ্ণ
অবশেষে সেই নির্দেশনা সংশোধন করল স্বাস্থ্য মন্ত্রণালয়

স্বাস্থ্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশিত হয়েছে। জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি ও জাতীয় এইডস/এসটিডি কর্মসূচিতে একাধিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এ দুই কর্মসূচিতে ২৫ ক্যাটাগরির পদে ২৫৪ জনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

এর আগে চলতি সপ্তাহেই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন স্বাস্থ্য অধিদপ্তরের কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল (সিডিসি) অপারেশনাল প্ল্যানের অধীন সারা দেশে ২৯টি পিএসএ অক্সিজেন প্ল্যান্ট ও এনএমইপিতে ৬ ক্যাটাগরিতে ১৫৫ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচিতে যেসব পদে নিয়োগ :

১. পদের নাম: সফটওয়্যার ডেভেলপার
পদসংখ্য: ১
বেতন: ১,৫০,০০০ টাকা

২. পদের নাম: টিবি ল্যাব অ্যান্ড ইনফেকশন কন্ট্রোল এক্সাপার্ট
পদসংখ্য: ১
বেতন: ১,২৭,৫৭৮ টাকা

৩. পদের নাম: লজিস্টিকস অ্যান্ড ডাটা ম্যানেজমেন্ট এক্সপার্ট
পদসংখ্য: ১
বেতন: ১,২৩,৫৭৩ টাকা

৪. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ফিন্যান্স
পদসংখ্য: ১
বেতন: ১,৬৮,৫২৫ টাকা

৫. পদের নাম: ডিভিশনাল টিবি এক্সপার্ট
পদসংখ্য: ১
বেতন: ১,২৭,৫৭৮ টাকা

৬. পদের নাম: মাইক্রোবায়োলজিস্ট
পদসংখ্য: ১
বেতন: ১,১৫,৯৬৩ টাকা

স্বাস্থ্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

৭. পদের নাম: সার্ভিলেন্স মেডিকেল অফিসার (এসএমও)-টিবি
পদসংখ্য: ৩
বেতন: ৭০,০০০ টাকা

৮. পদের নাম: ফিন্যান্স অফিসার
পদসংখ্য: ১
বেতন: ১,০৭,৩৪৫ টাকা

৯. পদের নাম: প্রকিউরমেন্ট অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট (পিএসএম) অফিসার
পদসংখ্য: ২
বেতন: ৫৫,০০০ টাকা

১০. পদের নাম: এমআইএস অফিসার
পদসংখ্য: ৮
বেতন: ৪০,০০০ টাকা

১১. পদের নাম: সাপ্লাই চেইন অ্যান্ড লজিস্টিকস অফিসার
পদসংখ্য: ১
বেতন: ৪০,০০০ টাকা

১২. পদের নাম: প্রোগ্রাম অর্গানাইজার
পদসংখ্য: ২
বেতন: ২৫,০০০ টাকা

১৩. পদের নাম: মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব)
পদসংখ্য: ১৮৮
বেতন: ২৫,০০০ টাকা

১৪. পদের নাম: মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওলজি)
পদসংখ্য: ২৫
বেতন: ২৫,০০০ টাকা

১৫. পদের নাম: ল্যাব অ্যাটেনডেন্ট/অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্য: ২
বেতন: ১৮,০০০ টাকা

১৬. পদের নাম: ড্রাইভার
পদসংখ্য: ৪
বেতন: ১৮,০০০ টাকা

১৭. পদের নাম: ক্লিনার
পদসংখ্য: ২
বেতন: ১৮,০০০ টাকা

জাতীয় এইডস/এসটিডি নিয়ন্ত্রণ কর্মসূচিতে যেসব পদে নিয়োগ :

১৮. পদের নাম: কাউন্সেলর
পদসংখ্য: ২
বেতন: ২৬,২৫১ টাকা

১৯. পদের নাম: অ্যাকাউন্ট্যান্ট
পদসংখ্য: ১
বেতন: ৩০,০০০ টাকা

২০. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (প্রিজন ইন্টারভেনশন)
পদসংখ্য: ১
বেতন: ৭৫,৬০০ টাকা

আরও পড়ুন : সেনাবাহিনী কমিশন্ড অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

২১. পদের নাম: মেডিকেল টেকনোলজিস্ট—ল্যাব (প্রিজন ইন্টারভেনশন)
পদসংখ্য: ২
বেতন: ২৫,০০০ টাকা

২২. পদের নাম: মেডিকেল অফিসার
পদসংখ্য: ১
বেতন: ৬০,০০০ টাকা

২৩. পদের নাম: পিএসএম স্পেশালিস্ট
পদসংখ্য: ১
বেতন: ২,০০,০০০ টাকা

২৪. পদের নাম: ম্যানেজার-ফিন্যান্স
পদসংখ্য: ১
বেতন: ১,২০,০০০ টাকা

২৫. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার-অ্যাডমিন অ্যান্ড এইচআর
পদসংখ্য: ১
বেতন: ৭৫,৬০০ টাকা

আবেদন করবেন যেভাবে :

আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। যোগ্যতা, শর্তাবলিসহ নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে জেনে নিতে হবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল অথবা [email protected][email protected] ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে। এ ছাড়া টেলিটকের জবপোর্টালের ফেসবুক পেজে মেসেজের মাধ্যমে যোগাযোগ করা যাবে। মেইল/মেসেজের সাবজেক্টে প্রতিষ্ঠান ও পদের নাম এবং ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।

আবেদন ফি কত টাকা?

অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৬ এবং ৮, ২৩ ও ২৪ নম্বর পদের জন্য ১০০ টাকা; ৭, ২০ ও ২৫ নম্বর পদের জন্য ৮০ টাকা; ৯, ১০, ১১ ও ২২ নম্বর পদের জন্য ৭০ টাকা এবং ১২ থেকে ১৯ ও ২১ নম্বর পদের জন্য ৬০ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদন করার শেষ সময়: ৩ ডিসেম্বর ২০২৩, বিকেল ৫টা পর্যন্ত।

পূর্ববর্তী নিবন্ধএইচএসসি রেজাল্ট ২০২৩-hsc result 2023
পরবর্তী নিবন্ধ৪৬তম বিসিএস সার্কুলার ২০২৩-46th BCS Circular 2023