লক্ষ্মীপুরে ট্রাকচাপায় দুই স্কুলছাত্রী নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধি
শনিবার, ১৩ নভেম্বর ২০২১ | ১২:০১ অপরাহ্ণ
লক্ষ্মীপুরে ট্রাকচাপায় দুই স্কুলছাত্রী নিহত

লক্ষ্মীপুর সদর উপজেলায় ট্রাকচাপায় দুই স্কুলছাত্রী নিহত হয়েছে। নিহতরা হলো-সানজিদা আক্তার ও ফাহমিদা আক্তার। আজ শনিবার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কের পালেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় সড়কে গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করে এলাকাবাসী। এতে লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কসহ আশপাশের এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে এক ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

নিহত সানজিদা রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের মধ্য কেরোয়া গ্রামের বাসিন্দা আরিফুর রহমানের মেয়ে ও ফাহমিদা আলমগীর হোসেনের মেয়ে। সানজিদা লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ও ফাহমিদা ঢাকার সেগুন বাগিচা গার্লস হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিল। তারা দুজন সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ১০টার দিকে লক্ষ্মীপুর থেকে আরিফ হোসেন তার মেয়ে এবং তার স্ত্রীর বড় ভাইয়ের মেয়েকে নিয়ে মোটরসাইকেলে রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের গ্রামের বাড়ি যাচ্ছিলেন। পথে পালেরহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রাক মোটরসাইকেলটিকে জোরে ধাক্কায় দেয়। এ সময় তারা ছিটকে পড়লে ট্রাকটি তাদের চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই দুই স্কুলছাত্রী সানজিদা ও ফাহমিদা নিহত হয়। গুরুতর আহত হন মোটরসাইকেল চালক আরিফ হোসেন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এলাকাবাসী।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, নিহত দুই স্কুলছাত্রীর মৃতদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে নেওয়া হচ্ছে। দুর্ঘটনার পর এলাকাবাসী সড়ক অবরোধ করেছিল। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

প্রিয় পাঠক, শিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক সর্বশেষ আপডেট পেতে মুক্ত ক্যাম্পাসের ফেসবুক পেজে লাইক দিন। লিঙ্ক : https://www.facebook.com/Muktocampus

পূর্ববর্তী নিবন্ধচুয়েট, কুয়েট, রুয়েটের সমন্বিত ভর্তি পরীক্ষা চলছে
পরবর্তী নিবন্ধতিউনিশিয়ায় ছাত্রীকে যৌন হয়রানি, এমপি কারাগারে