সুদানের দারফুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন

প্রেসবিজ্ঞপ্তি
রবিবার, ১০ জানুয়ারি ২০২১ | ১১:১০ অপরাহ্ণ
সুদানে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে সুদানের দারফুরের এল্ফেশার সুপার ক্যাম্পে এক মিনি ম্যারাথন এর আয়োজন করা হয়।

আজ রবিবার (১০ জানুয়ারি) সুদানের স্থানীয় সময় সকাল ৭ টায় বাংলাদেশ ফর্মড পুলিশ এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এল্ফেশার সুপার ক্যাম্পে কর্মরত ১৭ টি দেশের প্রায় ১২০ জন দৌড়বিদ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উনামিড পুলিশ চীফ অফ স্টাফ মেজর জেনারেল আহমাদো মান্না। তিনি তার উদ্বোধনী বক্ত্যবের শুরুতেই বাঙালি জাতির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে শ্রদ্ধাভরে স্মরণ করেন। বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের কমান্ডার আব্দুল হালিমকে এই উদ্যোগ নেয়ার জন্য ধন্যবাদ জানান।

সুদানে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপনবাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের অপারেসনস অফিসার মাসুক মিয়া পিপিএম জানান, মুজিববর্ষ উদযাপন উপলক্ষ্যে বঙ্গবন্ধু ও বাংলাদেশ কে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য ইতোপূর্বে নানা কর্মসূচী গ্রহণ করেছি। তারই ধারাবাহিকতায় আজকের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এর আগে এল্ফেশার সুপাএ ক্যাম্পে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

পূর্ববর্তী নিবন্ধরাবিতে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
পরবর্তী নিবন্ধসুবিধাবঞ্চিত শিশুদের পাশে গ্রীন টাচ