সাভারে স্কুলছাত্রী নীলা হত্যার প্রধান আসামী মিজান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০ | ১২:১০ অপরাহ্ণ
সাভারে স্কুলছাত্রী নীলা হত্যার প্রধান আসামী মিজান গ্রেপ্তার

সাভারে চাঞ্চল্যকর স্কুলছাত্রী নীলা রায় (১৫) হত্যা মামলার প্রধান আসামি কিশোর গ্যাং সদস্য মিজানুর রহমান মিজানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার রাত ৯টার দিকে সাভারের ফুলবাড়িয়া এলাকার স্থানীয় পারভেজের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে হত্যায় ব্যবহৃত ছুরি ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের পরিদর্শক আবুল বাশার জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় মিজানের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়।

সাভারে স্কুলছাত্রী নীলা হত্যার প্রধান আসামী মিজান গ্রেপ্তার

এর আগে বৃহস্পতিবার গভীর রাতে মিজানের বাবা আব্দুর রহমান (৬০) ও মা নাজমুন্নাহার সিদ্দিকাকে (৫০) গ্রেপ্তার করে র‌্যাব। তারা এ হত্যা মামলার দুই ও তিন নম্বর আসামি। মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার চারিগ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার সকালে র‌্যাব তাদেরকে সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে। তারা সাভার পৌরসভার ৪নং ওয়ার্ডের এ-৭৪/২ ব্যাংক কলোনির সাইদুল আলমের বাসায় ভাড়া থাকেন। এ হত্যাকাণ্ডের ঘটনায় এ নিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ২০ সেপ্টেম্বর রাতে নীলা রায়কে তুলে নিয়ে নির্যাতন শেষে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করে মিজান। এ ঘটনায় পরদিন মিজানকে প্রধান আসামি করে তার মা-বাবাসহ কয়েকজনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন নিহত নীলার বাবা নারায়ণ রায়। ২৩ সেপ্টেম্বর মানিকগঞ্জের আরিচা থেকে সেলিম পালোয়ান নামে মিজানের এক সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর দু’দিন পুলিশ রিমান্ড শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে সে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।

পূর্ববর্তী নিবন্ধশরতের কাশফুলে সেজেছে বশেমুরবিপ্রবি
পরবর্তী নিবন্ধতিতাস এখন জেলেদের দু:খ, পেশা ছাড়ছেন অনেকেই