সহকারী শিক্ষকদের দশম গ্রেড কেন নয় : হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ১৪ নভেম্বর ২০২২ | ৩:০০ অপরাহ্ণ
শিক্ষক নিয়োগ: হাইকোর্টের আদেশ বহাল রাখল আপিল বিভাগ

সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। শিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে। এ সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (১৪ নভেম্বর) বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাইনুল হাসান।

প্রাথমিক সহকারী শিক্ষকদের দশম গ্রেড কেন নয় : হাইকোর্ট

একই সঙ্গে সহকারী শিক্ষকদের চাকরি দশম গ্রেডে উন্নীত করার যৌক্তিকতা তুলে ধরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর গত বছরের নভেম্বরে পাঠানো আবেদন নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতে রিটকারীর আইনজীবী বলেন, সমান শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও সরকারী শিক্ষকদের ১৩তম গ্রেডে বেতন দেয়া হয়। যেটি খুবই বৈষম্যমূলক। তিনি বলেন, সারাবিশ্বে প্রাথমিকের শিক্ষককের গুরুত্ব দেয়া হলেও বাংলাদেশে এটি অনেকটাই ব্যতিক্রম।

এর আগে গত ১০ নভেম্বর জয়পুরহাটের প্রাথমিকের সহকারী শিক্ষক মো. মাহববুর রহমানসহ বিভিন্ন জেলার ১৫ জন শিক্ষক হাইকোর্টে রিটটি দায়ের করেন। ওই রিট আবেদনে রিটকারীরা তাদেরকে দশম গ্রেড দেওয়ার নির্দেশনা চান। পরে সে রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিবাদীদের প্রতি রুল জারি করলেন হাইকোর্ট।

পূর্ববর্তী নিবন্ধ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার তারিখ ২০২২ ঘোষণা
পরবর্তী নিবন্ধবাউবি এসএসসি রেজাল্ট ২০২২-bou ssc result 2022