কুবিতে সম্মিলিত আঞ্চলিক জোটের নতুন কমিটি গঠন

কুবি প্রতিনিধি
সোমবার, ১১ অক্টোবর ২০২১ | ৮:১৫ অপরাহ্ণ
কুবিতে সম্মিলিত আঞ্চলিক জোটের নতুন কমিটি গঠন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সম্মিলিত আঞ্চলিক জোটের নতুন কমিটি গঠন করা হয়েছে। আগামী ৬ মাসের জন্য এই কমিটি কার্যক্রম পরিচালনা করবে।

রবিবার (১০ অক্টোবর) আঞ্চলিক জোট কমিটির আহ্বায়ক এইচ. এম. মেহেদি হাসান ও সদস্য সচিব এ.জে. রাব্বির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৬ সদস্য বিশিষ্ট এই সমন্বয় কমিটি প্রকাশিত হয়।

নতুন কমিটিতে সমন্বয়ক হিসাবে দায়িত্ব পালন করবেন নোয়াখালী ছাত্রকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো. শাহ্ করিম সাজিদ, কক্সবাজার স্টুডেন্ট’স ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মো. ওসমান ফারুক, পদ্মা ছাত্র কল্যাণ সংঘের সভাপতি ফয়সাল আহমেদ, কুবি স্টুডেন্ট’স ইউনিয়ন অব নাঙ্গলকোট (কুসান) এর সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রাসেল, কিশোরগঞ্জ জেলা স্টুডেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম. সাকিব হোসেন, পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন হৃদয়। এছাড়া সকল আঞ্চলিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক এই কমিটির সদস্য হিসেবে বিবেচ্য হবেন।

প্রিয় পাঠক, শিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক সর্বশেষ আপডেট পেতে মুক্ত ক্যাম্পাসের ফেসবুক পেজে লাইক দিন। লিঙ্ক : https://www.facebook.com/Muktocampus

পূর্ববর্তী নিবন্ধবরেণ্য অভিনেতা ড. ইনামুল হক আর নেই
পরবর্তী নিবন্ধবিশ্ব র‍্যাংকিংয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১ গবেষক