নতুন শিক্ষাক্রমে সপ্তাহে ৫ দিন ক্লাস চূড়ান্ত: শিক্ষামন্ত্রী

এমসি রিপোর্ট
বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৩ | ১:৫৪ অপরাহ্ণ
সংক্রমণ ১০ শতাংশে নামলে খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান : শিক্ষামন্ত্রী
ফাইল ছবি

নতুন শিক্ষাক্রমে শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৫ দিন ক্লাস অব্যাহত থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বলেন, ‘এটি চূড়ান্ত সিদ্ধান্ত। এ সিদ্ধান্ত প্রধানমন্ত্রী কর্তৃক অনুমোদিত। তা ছাড়া আন্তর্জাতিক মানদণ্ডেও একই নিয়ম চালু রয়েছে।’

আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

গত বছরের আগস্টে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে নতুন শিক্ষাক্রমে শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে পাঁচ দিন ক্লাস হবে বলে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী। এখন সেভাবেই পাঠদান চলছে।

নতুন শিক্ষাক্রমে সপ্তাহে ৫ দিন ক্লাস চূড়ান্ত: শিক্ষামন্ত্রী

দীপু মনি বলেন, ‘প্রথমে বিদ্যুৎ সংকটের জন্য পাঁচ দিন পাঠদান করার সিদ্ধান্ত হয়। তখন বিদ্যুতের জন্য পাঁচদিন কার্যক্রম চলে, কিন্তু এখন থেকে পাঁচদিনই শিক্ষা কার্যক্রম হবে। আর দুইদিন শিক্ষকদের বিশ্রামের জন্য বন্ধ থাকবে। টানা পাঁচদিন পাঠদান শেষে শিক্ষকদেরও বিশ্রামের প্রয়োজন আছে।’

কারিগরি বোর্ডে শিক্ষক সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘কারিগরি বিভাগে দশ বছর কোনো শিক্ষক নিয়োগ হয়নি। গত চার বছরে সমস্ত শিক্ষক নিয়োগ হয়েছে। কিছু কিছু পদ সবসময় শূন্য হয়, তা আবার পূরণ হয়। এখন কারিগরি বিভাগে শিক্ষক সংকট নেই।’

এর আগে ঢাকা থেকে সড়কপথে শিক্ষামন্ত্রী চাঁদপুর সার্কিট হাউসে পৌঁছলে জেলা প্রশাসক কামরুল হাসান ও পুলিশ সুপার মিলন মাহমুদ এবং চাঁদপুর পৌরসভা ছাত্রলীগ কমিটির নবনির্বাচিত আহ্বায়ক ইউসুফ গাজী মুন্না, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলামসহ নেতৃবৃন্দ ফুল দিয়ে তাকে স্বাগত জানান। বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার চাঁদপুরে কয়েকটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে শিক্ষামন্ত্রীর।

পূর্ববর্তী নিবন্ধদেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত মো. সাহাবুদ্দিন চুপ্পু
পরবর্তী নিবন্ধ৪৫তম বিসিএস এডমিট ডাউনলোড শুরু