লাল রংয়ের জার্সিতে মজেছেন কোলিন মুনরো

স্পোর্টস ডেস্ক
মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০২৩ | ১০:৫৪ অপরাহ্ণ

আইএলটি২০-এর উদ্বোধনী আসরের জন্য ডেজার্ট ভাইপার্স জার্সি উন্মোচন করেছে। লাল রংয়ের এই জার্সি পরে মরুর বুকে ঝড় তুলতে প্রস্তুত আদানি স্পোর্টস লাইনের ফ্র‍্যাঞ্চাইজিটি।

দলের প্রতিটি সদস্য খুশি নতুন জার্সি পেয়ে। অধিনায়ক কোলিন মুনরোতো একধাপ এগিয়ে, ‘এটা দারুণ জার্সি। আমার স্ত্রী সবসময় বলে লাল আমার রং। আমরা এটা পরে খেলার জন্য মুখিয়ে আছি।’

‘এখানে থাকতে পেরে অনেক ভালো লাগছে, সবার সঙ্গে সাক্ষাত করে অনেক ভালো লেগেছে। এখনো স্কোয়াডের সবাই আসেনি। আশা করছি আজ-কালের মধ্যে সবাই চলে আসবে’-আরও যোগ করেন মুনরো।

ডেজার্ট ভাইপার্স তাদের কমার্শিয়াল পার্টনার হিসেবে দুটি সংস্থার নাম ঘোষণা করেছে। দলটির টিম স্পন্সর হয়েছে ব্যাটউইনার ও আমব্রো।

ব্যাটউইনার একটি অনলাইন ক্রীড়া সংবাদ ও সরঞ্জামের প্ল্যাটফর্ম। ডেজার্ট ভাইপার্সের প্রিন্সিপাল পার্টনার তারা।

৯৯ বছর ধরে উচ্চমানের ক্রীড়াপোশাক উৎপাদন করে আসছে আমব্রো। ডেজার্ট ভাইপার্সের সঙ্গে চুক্তি করার মাধ্যমে তারা প্রথমবার ক্রিকেট কিট উৎপাদন করতে যাচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধদুবাই টি-টোয়েন্টি লিগ পরিচালনার নেতৃত্বে সাইমন টফেল
পরবর্তী নিবন্ধকুবির ১৭ জন শিক্ষক পেয়েছেন ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড