রাবির ৪৩৩ কোটি টাকার বাজেট পাশ, গবেষণায় মাত্র ১.১৫ শতাংশ!

ক্যাম্পাস প্রতিবেদক
শনিবার, ২৭ জুন ২০২০ | ৭:৫৩ অপরাহ্ণ
রাবিতে ভর্তির চূড়ান্ত আবেদন শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের জন্য প্রায় ৪৩৩ কোটি টাকার বাজেট পাস হয়েছে। আজ শনিবার (২৭ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ শিক্ষাবর্ষের বাজেট পাস হয়। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।

উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা বলেন, ২০২০-২১ শিক্ষাবর্ষের জন্য মোট ৪৩২ কোটি ৯৭ লাখ ২০ হাজার টাকার বাজেট সিন্ডিকেটে পাস হয়েছে।

এর আগে গত ২৪ জুন বিশ্ববিদ্যালয়ের ফাইনান্স কমিটির সভায় প্রস্তুত হওয়ার পর সিন্ডিকেটের অনুমোদনের অপেক্ষায় ছিল বাজেটটি। এছাড়া ২০১৯-২০ শিক্ষা বছরের জন্য সম্পূরক হিসেবে আট কোটি ৫৭ লাখ টাকা বেড়েছে।

বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দফতরের পরিচালক আফসার আলী বলেন, পূর্বের বছরের সম্পূরক মিলিয়ে সংশোধিত বাজেটের পরিমাণ ৪৩২ কোটি ৯২ লাখ টাকা। যা পূর্বে ছিল ৪২৪ কোটি ৩৫ লাখ টাকার মতো।

তিনি আরও বলেন, এ বছর গবেষণা খাতে বাজেট বরাদ্দ হয়েছে পাঁচ কোটি টাকা। যা মোট বাজেটের মাত্র ১.১৫ শতাংশ। যার মধ্যে ৬০ লাখ টাকা বিশেষ বরাদ্দ পেয়েছে বিশ্ববিদ্যালয়টির গবেষণা খাত।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য যে স্কলারশিপ দেয়া হতো সেটিও এ বছর দিতে পারবেনা বলে জানান উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা।

মুক্ত ক্যাম্পাস/জান্নাত/এমআর

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩৫১ কোটি টাকার বাজেট অনুমোদন
পরবর্তী নিবন্ধআন্তর্জাতিকভাবে স্বীকৃত ‘করোনাযোদ্ধা’ ক্রীড়া প্রতিমন্ত্রী