সমন্বিত ৫ ব্যাংকের পরীক্ষা ৬ নভেম্বর, আসন বিন্যাস প্রকাশ

এমসি রিপোর্ট
মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১ | ৮:৫৭ অপরাহ্ণ | 1274 বার পঠিত
কার্ড-বিকাশ-রকেটে জরুরি কেনাকাটায় মাশুল লাগবে না

ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি) তত্ত্বাবধানে ৫টি ব্যাংকের অফিসার (ক্যাশ) এর পরীক্ষা আগামী ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার (১৯ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. আজিজুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন : কথিত গণরুম কোনোভাবেই কাম্য নয় : ঢাবি উপাচার্য

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমন্বিত ৫টি ব্যাংকে অফিসার (ক্যাশ) পদে ১৫১১টি শূন্যপদে ১০০ নম্বরের এমসিকিউ টাইপ পরীক্ষা আগামী ৬ নভেম্বর (শনিবার) অনুষ্ঠিত হবে। ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ১ ঘণ্টব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: মুসলিম প্রেমিককে বিয়ে করলেন বিল গেটসকন্যা

সমন্বিত ৫ ব্যাংকে শূন্যপদের সংখ্যা সোনালী ব্যাংক লিমিটেড-১৮৩টি, জনতা ব্যাংক লিমিটেড-৮১৩টি, অগ্রণী ব্যাংক লিমিটেড-৫০০টি, রূপালী ব্যাংক লিমিটেড- ৫টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড-৭টি।

আরও পড়ুন : কাঠমিস্ত্রি মোস্তাকিম রাবি ভর্তি পরীক্ষায় প্রথম

স্বাস্থ্যবিধি মেনে সশরীরে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ জন্য একাধিক নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। নির্দেশনার মধ্যে রয়েছে, সামাজিক দূরত্ব মেনে সারিবদ্ধভাবে কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ করতে হবে। প্রয়োজনীয় চেকিং কার্যক্রম সম্পন্ন করার জন্য পরীক্ষা শুরুর কমপক্ষে ০১ (এক) ঘণ্টা পূর্বে পরীক্ষার্থীকে কেন্দ্রে উপস্থিত হতে হবে।

আরও পড়ুন : শিক্ষার্থীদের উদ্যোক্তা বানাতে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী

প্রবেশপত্র ব্যতিরেকে কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশাহণ করতে দেয়া হবে না। প্রবেশপত্র (০১ কপি) ব্যতীত কোন ধরনের কাগজ, বই, মোবাইল ফোন, ক্যালকুলেটর, মানিব্যাগ, স্মার্ট ওয়াচ বা অন্য কোন ইলেকট্রনিক্স ডিভাইন নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করা যাবে না। মাস্ক পরিধান ব্যতিরেকে কোন প্রার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হবে না।

প্রিয় পাঠক, শিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক সর্বশেষ আপডেট পেতে মুক্ত ক্যাম্পাসের ফেসবুক পেজে লাইক দিন। লিঙ্ক : https://www.facebook.com/Muktocampus

পূর্ববর্তী নিবন্ধধর্ম নিয়ে কেউ বাড়াবাড়ি করবেন না: প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধজবির মূল ফটকের সামনে বেপরোয়া যানবাহন নিয়ন্ত্রণের দাবি