বুটেক্সে ভর্তি আবেদন শুরু ৫ এপ্রিল, আসন সংখ্যা ৬০০

এমসি রিপোর্ট
শুক্রবার, ০২ এপ্রিল ২০২১ | ৬:২৫ অপরাহ্ণ
বুটেক্সের ভর্তি পরীক্ষা ১৭ জুন

আগামী ৫ এপ্রিল বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ৪ বছর মেয়াদী ইএসসিইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ২০২০-২১ শিক্ষাবর্ষের লেভেল-১ এর ভর্তি আবেদন শুরু হবে। এদিন সকাল ১০টা থেকে এ অবেদন শুরু হয়ে চলবে আগামী ৮ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আগামী ১৮ জুন দুই ঘন্টাব্যাপী লিখিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি বিজ্ঞপ্তির তথ্য মতে, এবার বিশ্ববিদ্যালয়ের ১০টি বিভাগে সর্বমোট ৬০০ শিক্ষার্থী ভর্তি করা হবে। আবেদনকারীদের প্রথমে ২০০ টাকা ফি দিয়ে আবেদন করতে হবে। পরে যোগ্যপ্রার্থীরা ৮০০ টাকা ফি দিয়ে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।

আগামী ২৪ মে থেকে  জুন পর্যন্ত আবেদনকারী ভর্তিচ্ছুরা প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। এরপর ১৮ জুন সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ৮ জুলাই ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হবে।

পূর্ববর্তী নিবন্ধএকদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড, মৃত ৫০
পরবর্তী নিবন্ধবাংলাদেশসহ ৪ দেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা যুক্তরাজ্যের