বায়ুদূষণে ফের শীর্ষে ঢাকা, রয়েছে বিপজ্জনক মাত্রায়

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ১০ জানুয়ারি ২০২১ | ৬:৪২ অপরাহ্ণ
ফাইল ছবি

বায়ুদূষণে ফের শীর্ষস্থানে উঠে এসেছে রাজধানী ঢাকা। স্মরণকালের সবচেয়ে বিপজ্জনক অবস্থায় রয়েছে আজ ঢাকার বাতাস।

যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের বায়ুমান যাচাই বিষয়ক প্রযুক্তি প্রতিষ্ঠান ‘এয়ার ভিজ্যুয়াল’-এর বায়ুমান সূচক (একিউআই) অনুযায়ী রোববার বেলা ১১টা থেকে দুপুর পৌনে ১টা পর্যন্ত গড়ে ঢাকা প্রথম স্থানেই আছে এবং দূষণের মাত্রা গড়ে ৫০২ পর্যন্ত উঠেছিল।

সূচকে দেখা যাচ্ছে, ঢাকার প্রতি ঘণমিটার বাতাসে সুক্ষ ধূলিকনার (পিএম ২.৫) উপস্থিতি পাওয়া গেছে ৩৭৯.৪ মাইক্রোগ্রাম। যা মানব স্বাস্থ্যের জন্য চরম হুমকি বলে মনে করছেন চিকিৎসকরা।

বাতাসে স্বাভাবিক দূষণের মাত্রা ৫০ একিউআই। অথচ ঢাকার বাতাস তার চেয়ে কয়েক গুণ বেশি। ঢাকার মধ্যে সবচেয়ে বেশি দূষিত এলাকা হচ্ছে বারিধারা-আমেরিকান এম্বেসির কাছাকাছি এলাকা।

বিশ্ব র‌্যাংকিংয়ে ঢাকার পরেই অবস্থান করছে নেপালের কাঠমান্ডু। কাঠমান্ডুর একিউআই মাত্রা হচ্ছে ১৯৫। তৃতীয় স্থানে আফগানিস্তানের কাবুল, তাদের বাতাসের মান ১৭৭ একিউআই এবং পাকিস্তানের লাহোরের বাতাসের মানও ১৭৭ একিউআই।

এদিকে, ভারতের রাজধানী শহর দিল্লি এক সময় ছিল বায়ুদূষণে এক নম্বর স্থানে, তাদের অবস্থান এখন ৫ নম্বরে। শহরটির বাতাসে দূষণের পরিমাণ ১৭৫ একিউআই। কলকাতার অবস্থান ৭ নম্বরে। শহরটির বাতাসে দূষের মাত্রা ১৬৯ একিউআই।

এয়ার ভিজুয়্যাল বাতাসের মানকে মোট ৬টি স্কেলে পরিমাপ করে থাকে। এগুলো হচ্ছে- গুড, মডারেট, আনহেলদি ফর সেনসেটিভ গ্রুপস, আনহেলদি, ভেরি আনহেলদি এবং হেজার্ডাস (বিপজ্জনক)। ঢাকার বায়ুদূষণের মাত্রাকে হেজার্ডাস বলেই অভিহিত করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক বায়ুমান যাচাইয়ের প্রযুক্তি প্রতিষ্ঠান এয়ার ভিজ্যুয়াল।

পূর্ববর্তী নিবন্ধকরোনায় আরও মৃত্যু ২৫, শনাক্ত ১০৭১
পরবর্তী নিবন্ধরাবিতে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত