৫৬-তে পা রাখলেন বলিউড বাদশাহ

বিনোদন ডেস্ক
মঙ্গলবার, ০২ নভেম্বর ২০২১ | ৯:৪৭ পূর্বাহ্ণ | 213 বার পঠিত
৫৬-তে পা রাখলেন বলিউড বাদশাহ

বলিউড বাদশা শাহরুখ খান। কিং খান খ্যাত শাহরুখ ৫৬ বছরে পা রাখলেন আজ মঙ্গলবার। ১৯৬৫ সালের ২ নভেম্বর দিল্লীতে জন্মগ্রহণ করেন বলিউডের কিংখান খ্যাত এই অভিনেতা। এই দিনের জন্য অপেক্ষায় থাকেন শাহরুখ ভক্তরা। দলে দলে জড়ো হন প্রিয় অভিনেতার বাসভবন মান্নাতের সামনে। দীর্ঘ অপেক্ষার পর শাহরুখ এসে হাত নেড়ে জন্মদিনে ভক্তদের শুভেচ্ছা গ্রহণ করেন।

ভারতীয় সংবাদমাধ্যম ফিল্মফেয়ার এক প্রতিবেদনে জানিয়েছে, এবারের জন্মদিন বলিউড বাদশাহ পালন করবেন ঘরোয়া আয়োজনে, বেশ ছোট পরিসরে। কাছের মানুষদের মান্নাতে যেতে মানা করেছেন তিনি। কারণ হিসেবে বলা হয়েছে, ছেলে আরিয়ান খান মাত্র জেল থেকে বাসায় ফিরেছেন। তাকে একটু নিজের মতো করে থাকতে দিতে চান। তবে মান্নাতের সামনে আসা ভক্তদের জন্য ঠিকই বাতাসে চুমু ছুঁড়ে দেবেন এই অভিনেতা।

শাহরুখ খানের জীবনের প্রতিটি পরতে পরতে ছড়িয়ে আছে সংগ্রাম আর যাতনার গল্প। সেই গল্পগুলো বিভিন্ন সময় তিনি নিজেই বলেছেন বিভিন্ন সাক্ষাতকারে।

১৯৬৫ সালের ২ নভেম্বর ভারতের নয়াদিল্লিতে জন্মগ্রহণ করেন শাহরুখ খান। তার বাবা তাজ মোহাম্মদ খান এবং মা লতিফ ফাতিমা।

হংসরাজ কলেজ থেকে স্নাতক সম্পন্ন করে শাহরুখ ভর্তি হন জামিয়া মিলিয়া ইসলামিয়ায় গণযোগাযোগ বিষয়ে। কিন্তু অভিনয়ের নেশায় প্রতিষ্ঠানটি ছেড়ে দিয়ে ভর্তি হন দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামাতে।

অভিনেতা হিসেবে শাহরুখ খানের পথচলার শুরু ১৯৮৯ সালে। ‘ফৌজি’ টিভি সিরিয়ালের মাধ্যমে পর্দায় আসেন তিনি। বলিউডে তার অভিষেক হয় ১৯৯২ সালে ‘দিওয়ানা’ ছবির মাধ্যমে। এ ছবিতে দুর্দান্ত অভিনয় করে সেরা নবাগত হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার পান। তারপর ‘চমৎকার’, ‘দিল আসনা হে’ ও ‘রাজু বান গেয়া জেন্টলম্যান’ এর মতো ছবিতে অভিনয় করে সকলের নজর কাড়েন। ‘ডর’ ও ‘বাজিগর’ ছবিতে নিজের অভিনয়ের জাদু দিয়ে পৌঁছে যান সাফল্যের চূড়ায়। একের পর এক হিট ছবি দিয়ে জনপ্রিয়তার তুঙ্গে অবস্থান করেন।

‘করণ-অর্জুন’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘ইয়েস বস’, ‘পারদেশ’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘ডুপ্লিকেট’, ‘দিল সে’, ‘মোহাব্বাতেন’, ‘অশোকা’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘দেবদাস’, ‘ডন’, ‘ডন-২’, ‘রাব নে বানাদি জোরি’, ‘জাব তাক হ্যায় জান’, ‘চেন্নাই এক্সপ্রেস, ‘রইস’ প্রভৃতি ছবির মধ্য দিয়ে অভিনেতা হিসেবে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন শাহরুখ।

‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কুচ কুচ হোতা হ্যায়’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘কয়লা’, ‘বাজিগর’, ‘বাদশাহ’, ‘ডর’, ‘দেবদাস’, ‘চাক দে ইন্ডিয়া’, ‘মাই নেম ইজ খান এর মতো ছবিতে তার অনন্য সাধারণ অভিনয় বিশ্বব্যাপী তাকে তুমুল জনপ্রিয়তা দিয়েছে।

প্রায় ৩ দশকের ক্যারিয়ারে মোট ১৪ বার ফিল্মফেয়ার পুরস্কার জিতে নিয়েছেন শাহরুখ। এর মধ্যে ৮ বার সেরা অভিনেতা হয়েছেন। ২০০২ সালে তাকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করে ভারত সরকার।

ব্যক্তি জীবনে ৩ সন্তান আরিয়ান, সুহানা ও আব্রাম খানের জনক শাহরুখ খান। স্ত্রী গৌরি খানের সঙ্গে মাত্র ১৮ বছর বয়সে দেখা হয়েছিল তার। তারপর ৪ বছরের সম্পর্ক এবং ১৯৯১ সালে বিয়ে করেন তারা।

শাহরুখ খানের ‘জিরো’ মুক্তি পেয়েছিল ২ বছর আগে। বর্তমানে তার ‘পাঠান’ সিনেমার শুটিং চলছে।

ভারত সরকারের পদ্মশ্রী, ফ্রান্স সরকারের অদ্র দে আর্ত এ দে লেত্র সম্মাননার পাশাপাশি পৃথিবীর পাঁচটি সেরা বিশ্ববিদ্যালয়ের সম্মান সূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন শাহরুখ।

তবে পুরস্কার ও সম্মাননার চেয়েও বেশি জিতেছেন দর্শকদের হৃদয়। প্রতিবছর বলিউড বাদশাহ শাহরুখের জন্মদিনে মান্নাতের সামনে ভীড় জমায় ভক্তরা। ভক্তদের ভালবাসার কৃতজ্ঞতা জানাতে হাজির থাকেন কিং খানও।

প্রিয় পাঠক, শিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক সর্বশেষ আপডেট পেতে মুক্ত ক্যাম্পাসের ফেসবুক পেজে লাইক দিন। লিঙ্ক : https://www.facebook.com/Muktocampus

পূর্ববর্তী নিবন্ধশিক্ষক নিবন্ধন : হালনাগাদ মেধাতালিকা প্রকাশ
পরবর্তী নিবন্ধঢাবির ‘ক’ ইউনিটের ফল কাল ১২টায়