আরও ২ পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনুমোদন

এমসি রিপোর্ট
সোমবার, ২২ আগস্ট ২০২২ | ৩:৩৮ অপরাহ্ণ
শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে যা বললেন মন্ত্রিপরিষদ সচিব

সরকার আরও দুটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছে। মুজিবনগর বিশ্ববিদ্যালয়, মেহেরপুর আইন ২০২২ ও বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়, নওগাঁ আইন ২০২২ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

আজ সোমবার (২২আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে আইন দুটির খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

আরও ২ পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনুমোদন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রীরা সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে ভার্চ্যুয়ালি বৈঠকে অংশ নেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে বৈঠকে যুক্ত হন।

বৈঠক শেষে সচিবালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ।

তিনি জানান, মন্ত্রিসভা সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২২ খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে। এ ছাড়া হালকা প্রকৌশল শিল্প উন্নয়ন নীতিমালা ২০২২ এর খসড়াও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

পূর্ববর্তী নিবন্ধসব শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি ২ দিন
পরবর্তী নিবন্ধরাবির প্রথমবর্ষের ক্লাস শুরু ১ নভেম্বর