নবম পে স্কেল বাস্তবায়নে বাআবিকফ’র মানববন্ধন

কুবি প্রতিনিধি
মঙ্গলবার, ৩১ মে ২০২২ | ১১:১৭ অপরাহ্ণ

বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফেডারেশন নবম পে স্কেল ঘোষণা বাস্তবায়ন পূর্বক ৫০% মহার্ঘ ভাতা প্রদানসহ ১১ দফা দাবি নিয়ে জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন করেছে।

মানববন্ধনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বেসিক সংগঠন তৃতীয় শ্রেনী কর্মচারী পরিষদ ও কমর্চারী সমিতি যৌথভাবে অংশগ্রহণ করেছে।

উক্ত মানববন্ধনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদের পক্ষে সংগঠনের সভাপতি দিপক চন্দ্র মজুমদার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী মাতৃস্নেহে জাতীকে আগলে রেখেছেন। সেই আবদার নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন নবম পে-স্কেল ঘোষণার পূর্বে আগামী বাজেটে ৫০% মহার্ঘ ভাতা প্রদানের দাবি জানাচ্ছি। উক্ত দাবিসমূহ বাস্তবায়নে কেন্দ্রীয় কমিটি যেকোন কর্মসূচী ঘোষণা করে রাজপথে থাকলে তার সাথে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।

নবম পে স্কেল ঘোষণা বাস্তবায়ন বাআবিকফ’র মানববন্ধন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতির পক্ষে সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম বলেন, নবম পে-স্কেল ঘোষণার পুর্বে ৫০% মহার্ঘ ভাতাসহ ১১ দফা দাবি বাস্তবায়নে কেন্দ্রীয় কমিটির সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার করছি।

উল্লেখ্য, হাসানুজ্জামানের সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব মহিউদ্দিন খন্দকার।

প্রিয় পাঠক, শিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক সর্বশেষ আপডেট পেতে মুক্ত ক্যাম্পাসের ফেসবুক পেজে লাইক দিন। লিঙ্ক : https://www.facebook.com/Muktocampus

পূর্ববর্তী নিবন্ধছাত্রছাত্রীদের আনন্দময় শিক্ষা দিতে চাই: শিক্ষামন্ত্রী
পরবর্তী নিবন্ধপাবলিক বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হচ্ছে সব সরকারি কলেজ