কুমিল্লা বিশ্ববিদ্যালয় গুচ্ছের পরীক্ষা নিতে প্রস্তুত

কুবি প্রতিনিধি
বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১ | ৭:২৮ অপরাহ্ণ | 178 বার পঠিত

গুচ্ছ পদ্ধতিতে অনুষ্ঠিতব্য ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিবে ৭ হাজার ২৬ জন শিক্ষার্থী। এর মধ্যে এ ইউনিট ও বি ইউনিটের পরীক্ষার্থী ২ হাজার ৫০৫ জন করে এবং সি ইউনিটের পরীক্ষার্থী ২ হাজার ১৬ জন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো: আবু তাহের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ১৭ অক্টোবর (রবিবার) এ ইউনিট, ২৪ অক্টোবর (রবিবার) বি ইউনিট এবং পহেলা নভেম্বর(সোমবার) সি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সবগুলো ইউনিটের পরীক্ষা দুপুর ১২টা থেকে ১টা অনুষ্ঠিত হবে।

এছাড়া বিজ্ঞপ্তিতে ভর্তি পরীক্ষার প্রস্তুতিমূলক কাজে সংশ্লিষ্ট সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দকে সার্বিক সহযোগিতা প্রদান ও দায়িত্ব পালনের জন্য আহবান করা হয়েছে।

একইসাথে ভর্তি পরীক্ষা সুষ্ঠভাবে বাস্তবায়নের লক্ষ্যে ভর্তি পরীক্ষার দিনগুলোতে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতার জন্য অনুরোধ করা হয়েছে

পূর্ববর্তী নিবন্ধ৪৫ বছর পর দুই বন্ধুর দেখা ও অশ্রুসিক্ত নয়ন
পরবর্তী নিবন্ধদেশে সাত মাসে করোনায় সর্বনিম্ন মৃত্যু