আসবে করোনার নতুন ভ্যারিয়েন্ট, বিজ্ঞানীদের সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক
সোমবার, ০২ আগস্ট ২০২১ | ৪:৪৭ অপরাহ্ণ
আসবে করোনার নতুন ভ্যারিয়েন্ট, বিজ্ঞানীদের সতর্কতা

প্রতিনিয়ত ভয়ংকর হয়ে উঠছে করোনাভাইরাস। বর্তমানে প্রাণঘাতী এই ভাইরাসটির সবচেয়ে ভয়ংকর ভ্যারিয়েন্ট ডেল্টা। তবে, এর চেয়েও ভয়ংকর নতুন ভ্যারিয়েন্ট আসতে পারে বলে সতর্ক করে দিয়েছেন যুক্তরাজ্য সরকারের বৈজ্ঞানিক উপদেষ্টারা। খবর স্কাই নিউজের

নতুন এই ভ্যারিয়ান্টে মৃত্যুর হার হতে পারে মার্স ভাইরাসের মতো। প্রতি তিনজনে একজনের মৃত্যু হতে পারে। তারা বলছেন, করোনা পুরোপুরি নির্মূল হবে না। নতুন নতুন ভ্যারিয়ান্ট আসতে থাকবে।

যুক্তরাজ্য সরকারের সায়েন্টিফিক অ্যাডভাইজরি গ্রুপ ফর ইমার্জেন্সিস (এসএজিই) কর্তৃক গত শুক্রবার একটি লেখা প্রকাশিত হয়েছে। এই লেখায় বিজ্ঞানীরা দেখিয়েছেন যে, নতুন ভ্যারিয়ান্ট ভ্যাকসিনকে এড়াতে সক্ষম। অর্থাৎ, টিকা নেয়া ব্যক্তিকেও ওই ভ্যারিয়ান্ট আক্রমণ করতে পারবে।

বিজ্ঞানীরা সার্স-কোভ-২ ভাইরাসের দীর্ঘমেয়াদী বিবর্তন সম্পর্কে গবেষণা করেছেন। গবেষণার পর তারা বলেছেন, এই ভাইরাস দূর করা ‘অসম্ভব’। আর করোনার এরকম নতুন নতুন ধরন আসতে থাকবে।

বিশেষজ্ঞরা বলছেন, নতুন ধরন গঠিত হতে পারে দুইটি মারাত্মক ধরনের সমন্বয়ে। যেমন: বেটা ও আলফা বা ডেল্টা মিলে নতুন ধরন তৈরি করতে পারে।

আসবে করোনার নতুন ভ্যারিয়েন্ট, বিজ্ঞানীদের সতর্কতা

এসএজিই সতর্ক করে দিয়েছে যে, বর্তমান পরিস্থিতিতে নতুন ধরন আসার সম্ভাবনা বাস্তবসম্মত।

এসএজিই এর বিশেষজ্ঞরা বলেছেন, যুক্তরাজ্য সরকারের উচিত হবে বাইরের দেশগুলো থেকে নতুন নতুন ধরন যাতে দেশে না ঢুকতে পারে তা বন্ধে পদক্ষেপ নেয়া। অর্থাৎ, দুইটি ভ্যারিয়ান্ট যাতে একসাথে মিলে পুনর্গঠিত না হতে পারে সেদিকে নজর দিতে হবে।

সম্প্রতি যুক্তরাজ্য সরকার ঘোষণা করে যে, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে পূর্ণ ডোজের ভ্যাকসিন নেয়া ব্যক্তি যুক্তরাজ্যে প্রবেশ করলে তাকে কোয়ারেন্টাইনে থাকতে হবে না। এই নিয়ম চালু হবে ২ আগস্ট থেকে।

পূর্ববর্তী নিবন্ধ২৪ ঘন্টায় ২৮৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি
পরবর্তী নিবন্ধঅন্তঃসত্ত্বা ও প্রসূতিকে করোনা টিকা দেওয়ার সুপারিশ