ডুয়েট পরিবারের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত

সাব্বির আহমদ, ডুয়েট প্রতিনিধি:
শনিবার, ১৮ জানুয়ারি ২০২০ | ১০:২২ অপরাহ্ণ | 274 বার পঠিত
ডুয়েট পরিবারের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ২০২০

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) শাখা ছাত্রলীগ ও ডুয়েটের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সৃজনী এর উদ্যোগে সুবিধা বঞ্চিত অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম-২০২০ অনুষ্ঠিত হয় ১৭ ও১৮ জানুয়ারি শুক্র ও শনিবার।

প্রত্যেক বছরের ধারাবাহিকতায় এবারও উত্তরবঙ্গের শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে এসেছে ডুয়েট পরিবার। এবছর বাংলাদেশ ছাত্রলীগ ডুয়েট শাখা ও সৃজনীর সার্বিক তত্ত্বাবধানে দিনাজপুরের খানসামা এবং ঠাকুরগাঁওয়ের ভূল্লী তে ২ দিনের এ কার্যক্রমে ১২৫০ টি শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

দুই দিনব্যাপী এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে প্রথম দিন শীতবস্ত্র বিতরণ করা হয় দিনাজপুরের খানসামায়।গত ১৭ জানুয়ারি (শুক্রবার) বিকেলে দিনাজপুরের খানসামা উপজেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকার ৭০০ শীতার্ত মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। ডুয়েট প্রতিনিধিদের সার্বিক তত্ত্বাবধানে এবং ভেড়ভেড়ী ইউনিয়ন ছাত্রলীগের ব্যবস্থাপনায় টংগুয়া হাসনাবাগ দ্বি-মুখী ফাজিল মাদ্রাসা মাঠে ওই শীতবস্ত্র বিতরণ করা হয়।

ডুয়েট পরিবারের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ২০২০এসময় ভেড়ভেড়ী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোস্তাওফিক আহম্মেদ শামীমের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম, সৃজনীর সভাপতি আমিনুর রহমান, ডুয়েট শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ফাহিম বিল্লাহ ও ওবাইদুল হক, সাংগাঠনিক সম্পাদক আব্দুস সালাম, উপ-স্কুল বিষয়ক সম্পাদক সৈয়দ শামসুল হক মিশর, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মোজাম্মেল হোসেন শাহীন, গণযোগাযোগ বিষয়ক সম্পাদক রাশেদ আনজুম রাজু সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

কর্মসূচির দ্বিতীয় দিন ১৮ জানুয়ারি (শনিবার) ঠাকুরগাঁওয়ের ভূল্লী থানার অন্তর্গত ৫০নং বড় বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আরো ৫৫০ টি কম্বল বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডুয়েট ছাত্রলীগের সভাপতি তাইবুর রহমান।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রম এর বিষয়ে মতামত ব্যক্ত করতে গিয়ে তাইবুর রহমান বলেন, ‘প্রত্যেকে অসহায় মানুষের পাশে দাঁড়াবে এটাই আমাদের প্রত্যাশা। শীতে ভুক্তভোগীরা শীতবস্ত্র পেয়ে যেমন শীত নিবারণের সম্বল পায় তেমনি আমাদেরও আত্মতৃপ্তি হয় এই ভেবে যে আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরেছি।’ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই ধারা যেন অব্যাহত থাকে এ জন্য তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন সেইসাথে শীত বস্ত্র বিতরণ কার্যক্রমে যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তাছাড়া ডুয়েট পরিবার থেকে আরো উপস্থিত ছিলেন সৃজনীর সভাপতি আমিনুর রহমান, ডুয়েট শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ফাহিম বিল্লাহ ও ওবাইদুল হক, সাংগাঠনিক সম্পাদক আব্দুস সালাম, সৃজনীর সাধারণ সম্পাদক মোহাম্মদ আজাদ আলম, ডুয়েট শাখা ছাত্রলীগের স্কুলছাত্র বিষয়ক উপ সম্পাদক সৈয়দ শামসুল হক মিশর, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মোজাম্মেল হোসেন শাহীন, গণযোগাযোগ বিষয়ক সম্পাদক রাশেদ আনজুম রাজু।

স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক রওশনুল হক তুসার, ৫নং বালিয়া ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি (ভারপ্রাপ্ত) আলহাজ‍ মো. হাবিবুর রহমান সহ স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।

মুক্ত ক্যাম্পাসের সঙ্গে যুক্ত থাকতে এখানে ক্লিক করুন

মুক্ত ক্যাম্পাস/সাব্বির/জেডআর

পূর্ববর্তী নিবন্ধনকশায় বিএসএফের আপত্তি, আখাউড়া স্থলবন্দরে ইমিগ্রেশন ভবন নির্মাণ কাজ বন্ধ
পরবর্তী নিবন্ধভোটের কারণে পেছালো এসএসসি পরীক্ষা