ভোটের কারণে পেছালো এসএসসি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ১৮ জানুয়ারি ২০২০ | ১০:৩২ অপরাহ্ণ
ভোটের কারণে পেছালো এসএসসি পরীক্ষা

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের কারণে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা দুই দিন পেছানো হয়েছে। ১ ফেব্রুয়ারি এই পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও এখন শুরু হবে ৩ ফেব্রুয়ারি সোমবার।

আজ শনিবার (১৮ জানুয়ারি) রাতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এই সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানান। আগামীকাল রবিবার নতুন রুটিন দেবেন বলেও জানান মন্ত্রী।

সরস্বতী পূজার কারণে ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন নিয়ে জটিলতা দেখা দেয়। পরে শিক্ষা মন্ত্রণালয় নির্বাচন কমিশনের অনুরোধে এই পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেয়।

ঢাকা সিটিতে ভোটগ্রহণ দুই দিন পিছিয়ে ১ ফেব্রুয়ারি দিন ধার্য করেছে নির্বাচন কমিশন।

নয়টি শিক্ষা বোর্ডের অধীনে এবার এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। তার মধ্যে ১০ লাখ ২২ হাজার ৩৩৬ জন ছাত্র ও ১০ লাখ ২৩ হাজার ৪১৬ জন ছাত্রী।

এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন করতে মাসব্যাপী দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আগে জানানো হয়েছিল, সাধারণ নয়টি বোর্ডে ১ ফেব্রুয়ারি তত্ত্বীয় পরীক্ষা শুরু হবে, চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। ব্যবহারিক পরীক্ষা ২৩ ফেব্রুয়ারি শুরু হয়ে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। তবে এখন পরীক্ষা শুরুর তারিখ দুই দিন পেছানোয় নতুন করে রুটিন প্রকাশ করবে শিক্ষা মন্ত্রণালয়।

ঢাকার দুই সিটি করপোরেশনের ভোটগ্রহণের জন্য ৩০ জানুয়ারি নির্ধারণ করে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। কিন্তু ভোটের দিন হিন্দু ধর্মাবলম্বীদের সরস্বতী পূজার কারণে নির্বাচন পেছানোর দাবিতে আন্দোলন শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন পেছানোর দাবিতে বৃহস্পতিবার দুপুর থেকে আমরণ অনশন শুরু করেন ঢাবি’র প্রায় ৪০ জন শিক্ষার্থী।

৩০ জানুয়ারি নির্বাচন স্থগিত চাওয়ার পাশাপাশি ভোটগ্রহণের জন্য নতুন তারিখ নির্ধারণ করার জন্য আদালতে রিট করা হয়। গত ১৪ জানুয়ারি ভোটের দিন পরিবর্তনের নির্দেশনা চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দেয় হাইকোর্ট। পরে রিট খারিজের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়। সবশেষ এসএসসি পরীক্ষা ও নির্বাচন পেছানো হয়।

মুক্ত ক্যাম্পাসের সঙ্গে যুক্ত থাকতে এখানে ক্লিক করুন

মুক্ত ক্যাম্পাস/কেএস

পূর্ববর্তী নিবন্ধডুয়েট পরিবারের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধরাবিতে ছুটি শেষ, প্রথম বর্ষের ক্লাস মঙ্গলবার