ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ১৬, আট জনের পরিচয় মিলেছে

মুক্ত ক্যাম্পাস প্রতিবেদক
মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯ | ১১:৫৭ পূর্বাহ্ণ | 177 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার কসবার মন্দবাগ রেলস্টেশন এলাকায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় এ পর্যন্ত ১৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে আটজনের পরিচয় সনাক্ত করা গেছে।

তারা হলেন-চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলার পশ্চিম রাজারগাঁও গ্রামের আব্দুল জলিলের ছেলে মুজিবুর রহমান (৫০), তাঁর স্ত্রী কুলসুম বেগম (৩৫), হবিগঞ্জ সদর উপজেলার বুল্লা গ্রামের ইয়াসিন, একই উপজেলার আনোয়ারপুর গ্রামের মো. হাসান মিয়ার ছেলে মো. ইউসুফ, একই জেলার চুনারুঘাট উপজেলার পীরেরগাঁও গ্রামের সুজন আহমেদ, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার গাজীপুর গ্রামের জাহিদা খাতুন (৪৫), হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার আইয়ুব হোসেনের ছেলে আল-আমিন, একই উপজেলার আল-আমিনের দুই বছরের শিশুকন্যা শাহানা।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডাক্তার আয়শা আক্তার আজ (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জনের বরাত দিয়ে নিহতদের পরিচয় জানান।

জানা যায়, ট্রেন দুর্ঘটনায় আহতদের মধ্যে বর্তমানে ৪২ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ২৬ জন, কুমিল্লা সম্মিলিত সামরিক ও সদর হাসপাতালে ১২ জন, আখাউড়া ও কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন করে মোট ৪ জন ভর্তি রয়েছেন।

এছাড়া দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। এবং পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ

মুক্ত ক্যাম্পাস/জেডআর

পূর্ববর্তী নিবন্ধকসবা ট্রেন দুর্ঘটনা: রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকারের শোক
পরবর্তী নিবন্ধআজ ভয়াল ১২ নভেম্বর