জাবিতে সশরীরে ক্লাস শুরু ২১ অক্টোবর

জাবি প্রতিনিধি
রবিবার, ০৩ অক্টোবর ২০২১ | ৩:০৫ অপরাহ্ণ
জাবির হল খুলছে কাল, শিক্ষা কার্যক্রম চালু ৮ ডিসেম্বর

জাবিতে সশরীরে ক্লাস শুরু ২১ অক্টোবর : আগামী ২১ অক্টোবর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু হবে। এর আগে ১১ অক্টোবর থেকে সব বর্ষের শিক্ষার্থীদের জন্য আবাসিক হল খুলে দেওয়া হবে।

গতকাল শনিবার (২ অক্টোবর) বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জাবি কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার।

তিনি বলেন, শিক্ষার্থীদের সমস্যার কথা চিন্তা করে আগামী ১১ অক্টোবর থেকে হল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হল খোলার ১০ দিন পর অর্থাৎ ২১ অক্টোবর থেকে শিক্ষার্থীদের সশরীরে ক্লাস শুরু হবে। এর আগে তারা হলে থেকেই অনলাইনে ক্লাস-পরীক্ষা দেবেন।

অধ্যাপক রাশেদা আখতার আরও বলেন, ১১ অক্টোবর থেকে হল খুললেও ৪৯ ব্যাচের শিক্ষার্থীরা ফাইনাল পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত হলে উঠতে পারবেন না। যারা করোনাভাইরাসের অন্তত এক ডোজ টিকা নিয়েছেন কেবল তারাই হলে উঠতে পারবেন।

প্রিয় পাঠক, শিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক সর্বশেষ আপডেট পেতে মুক্ত ক্যাম্পাসের ফেসবুক পেজে লাইক দিন। লিঙ্ক : https://www.facebook.com/Muktocampus

পূর্ববর্তী নিবন্ধজাতীয় বিশ্ববিদ্যালয়ে ৮১৫ কোটি টাকার বাজেট অনুমোদন
পরবর্তী নিবন্ধমিরপুরে তিন ছাত্রী নিখোঁজের ঘটনায় গ্রেফতার ৪