জাতীয় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ফল প্রকাশ

এমসি রিপোর্ট
রবিবার, ২৩ মে ২০২১ | ৯:৪৩ অপরাহ্ণ
অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ

২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক তৃতীয় বর্ষের (বিশেষ) পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে রবিবার (২৩ মে) সন্ধ্যায়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রবিবার সন্ধ্যা ৭টা থেকে যেকোনো মোবাইল অপারেটর থেকে মেসেজ পাঠিয়ে ফলাফল জানা যাবে। এক্ষেত্রে মেসেজ অপশনে গিয়ে NU < space > H3 < space > Exam Roll লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://www.nu.ac.bd/results থেকেও ফলাফল জানা যাবে।

ফলাফল সম্পর্কে কোন পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট কারও কোন আপত্তি/অভিযোগ থাকলে ফলাফল প্রকাশের ৩০ (ত্রিশ) দিনের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর আবেদন করতে হবে। নির্দিষ্ট সময়ের পরে কোন আপত্তি/অভিযোগ গ্রহণ হবে না বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

২০১৮ সালে অনুষ্ঠিত ওই পরীক্ষায় ২৩টি বিষয়ে স্নাতক তৃতীয় বর্ষের মোট ২ হাজার ২৬৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। ৪টি কেন্দ্রে ওই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পূর্ববর্তী নিবন্ধশ্রীলঙ্কার বিরুদ্ধে হেসেখেলেই জিতল বাংলাদেশ
পরবর্তী নিবন্ধশিক্ষাখাতে দায়সারা ভাব, খেসারত দিতে হবে বহুবছর!