চবিতে নতুন ক্যাডেট নিচ্ছে বিএনসিসি নৌ শাখা

চবি প্রতিনিধি:
রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২০ | ৫:৫৩ অপরাহ্ণ | 843 বার পঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) শাখা রয়েছে তিনটি-সেনা, নৌ ও বিমান। নৌ শাখায় ২০১৯-২০ শিক্ষাবর্ষে নতুন ক্যাডেট ভর্তি নেয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়স্থ বিএনসিসি নৌশাখার অফিসে যোগাযোগ করে ভর্তি হওয়া যাবে বলে জানিয়েছে কতৃপক্ষ।

ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে গত ৮ জানুয়ারি থেকে। যা চলবে আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। পরে প্রাথমিক ভর্তিকৃতদেরকে পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত ক্যাডেট হিসেবে মনোনীত করা হবে৷

এ ব্যাপারে বিএনসিসির বিশ্ববিদ্যালয় শাখার ক্যাডেট আন্ডার অফিসার ইমরুল হাসান রনি জানান, আমরা প্রতি বছরের ন্যায় এ বছরও নতুন ক্যাডেট নিচ্ছি। ক্যাডেটরা এখানে পড়াশোনার পাশাপাশি পাচ্ছেন সরকারি খরচে ৫ টি দেশ ভ্রমণের সুযোগ, তারা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা বৃত্তির সুযোগ এর পাশাপাশি, নেতৃত্ব গঠন ও নিজের বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট এর সুযোগ এবং বিনামূল্যে কম্পিউটার ও ইংরেজিসহ বিভিন্ন কোর্স করার সুযোগ পাবে।

উল্লেখ্য, দেশে সশস্ত্র বাহিনীর সহায়ক শক্তি হিসেবে কাজ করে বিএনসিসি। বিশ্ববিদ্যালয় এর সকল অনুষ্ঠান এ তাদের ভূমিকা অনন্য। চবি বিএনসিসি নৌ-শাখা যাত্রা শুরু করে ১৯৯৩ সালে।

মুক্ত ক্যাম্পাসের ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন

মুক্ত ক্যাম্পাস/তামিম

পূর্ববর্তী নিবন্ধ৮২ বছরে পা রাখলেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক
পরবর্তী নিবন্ধযবিপ্রবির নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিক আহত