২৪ ঘণ্টায় চট্টগ্রামে কারও করোনাভাইরাস নেই, পরীক্ষা ৮৮ জনের

ফোরকান রাসেল, চট্টগ্রাম
বুধবার, ০৮ এপ্রিল ২০২০ | ৮:০৭ অপরাহ্ণ | 111 বার পঠিত
আখাউড়ায় করোনার উপসর্গ নিয়ে গৃহবধূর মৃত্যু

চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিজে (বিআইটিআইডি) গত ২৪ ঘণ্টায় আরও ৮৮ জনের নমুনা পরীক্ষা করে কারও দেহে নভেল করোনাভাইরাসের অস্তিত্ব মেলেনি।

আজ বুধবার (৮ এপ্রিল) দুপুর ১টায় বিষয়টি নিশ্চিত করেছে বিআইটিআইডি সূত্র। জানা গেছে, চট্টগ্রামে বুধবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মোট ৮৯টি নমুনা পরীক্ষার জন্য রাখা হয়েছিল। কিন্তু একজন রোগী ওষুধ খেয়ে সুস্থ্য হওয়ায় ৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর সবকটির ফলাফল নেগেটিভ এসেছে।

বিআইটিআইডি সূত্র জানায়, এর আগে মঙ্গলবার পর্যন্ত ১৬২ জনের নমুনা পরীক্ষা করা হয়। মঙ্গলবার ও বুধবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নতুন করে আরও ৮৮টি নমুনা পরীক্ষা হওয়ায় মোট পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ২৫০ এ। এর মধ্যে ২৪৮ টি নমুনার ফলাফল নেগেটিভ ও দুইটি নমুনায় করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।

আমাদের সাথে ফেসবুক পেজে কানেক্ট থাকুন: মুক্তক্যাম্পাস

মুক্ত ক্যাম্পাস/ফোরকান/জেডআর

পূর্ববর্তী নিবন্ধচবিতে করোনা মোকাবেলায় ‘ইমারজেন্সি রেসপন্স টিম‘ গঠন
পরবর্তী নিবন্ধরাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইবেন মাজেদ