খাদ্যমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় সরাইলে যুবক গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২০ | ৪:২৩ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খাদ্যমন্ত্রীকে নিয়ে কটুক্তির মামলায় মানিক মিয়া নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার মধ্যরাতে উপজেলার কালিকচ্ছ বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার কালিকচ্ছ গ্রামের চিনু মিয়ার ছেলে।

মুক্ত ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করে সরাইল থানার পরিদর্শক (তদন্ত) নূরুল হক জানান, গত ২৫ জানুয়ারি মানিক মিয়া নামের এক যুবক সীমান্তে হত্যা নিয়ে মন্তব্য করা খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের একটি সংবাদ কটুক্তি করে শেয়ার দেয়।

এ ঘটনায় আইনজীবী মুখলেছুর রহমান বাদী হয়ে তথ্য-প্রযুক্তি আইনে সরাইল থানায় মামলা দায়ের করেন। এই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

আমাদের সাথে ফেসবুক পেজে কানেক্ট থাকুন: মুক্তক্যাম্পাস

মুক্ত ক্যাম্পাস/রাসেল/কেপি

পূর্ববর্তী নিবন্ধভারতকে ৩১ বছর পর হোয়াইটওয়াশ করলো নিউজিল্যান্ড
পরবর্তী নিবন্ধপ্রাথমিকে শিক্ষকের শূন্যপদ ২৯ হাজার: প্রতিমন্ত্রী