চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ক্যারিয়ার বিষয়ক ওয়ার্কশপ

চবি প্রতিনিধি:
বুধবার, ২২ জানুয়ারি ২০২০ | ৫:৫৩ অপরাহ্ণ | 192 বার পঠিত
চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ক্যারিয়ার বিষয়ক ওয়ার্কশপ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ক্যারিয়ার এডভাইস সেন্টারের উদ্যোগে ক্যারিয়ার ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

গত সোম ও মঙ্গলবার (২০-২১ জানুয়ারি) জার্মানির ডয়েচে ভেলে একাডেমির সহযোগিতায় এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

এতে সকল বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে অত্যন্ত প্রাণবন্ত ওয়ার্কশপ হয়েছে। এ আয়োজনে কঠিন প্রতিযোগিতার মধ্যেও চাকুরি লাভের কৌশলসহ উচ্চ শিক্ষার্থে বিদেশ গমন, উন্নত বিশ্বে ভিসা পাওয়ার সহজ পদ্ধতি, ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এ বিষয়ে বিভাগের সভাপতি মোঃ শহীদুল হক মুক্ত ক্যাম্পাসকে বলেন, এই ধরণের ওয়ার্কশপের মাধ্যমে শিক্ষার্থীরা সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে দিকনির্দেশনা পাবে এবং জীবনের গন্তব্য ঠিক করতে পারবে। এই উদ্দ্যশ্যেই এই কর্মশালার আয়োজন।

উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান মোঃ শহীদুল হক। ওয়ার্কশপে প্রশিক্ষণ দিয়েছেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের সিনিয়র লেকচারার আশিক মাহমুদ আদনান। ওয়ার্কশপে আরও বক্তব্য রাখেন ডয়েচে ভেলে একাডেমির বাংলাদেশ কনসালটেন্ট লুৎফা আহমেদ, বিভাগের সহকারী অধ্যাপক মাধব চন্দ্র দাস, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাহবুবুল হক ভূঁইয়া ও প্রভাষক মাহমুদুল হক রাহাত।

মুক্ত ক্যাম্পাসের সঙ্গে যুক্ত থাকতে এখানে ক্লিক করুন

মুক্ত ক্যাম্পাস/তামিম/এমআর

পূর্ববর্তী নিবন্ধবিজিএমইএ ভবন ভাঙার কাজ শুরু
পরবর্তী নিবন্ধশিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলায় উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়