শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলায় উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বুধবার, ২২ জানুয়ারি ২০২০ | ৬:১৫ অপরাহ্ণ | 153 বার পঠিত
শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলায় উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুজয় বিশ্বাস শুভ ও আলিসা মুনতাজ এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। আজ বুধবার দুপুর ১ টা থেকে মানববন্ধন কর্মসূচি শুরু হয়, পরে বরিশাল -পটুয়াখালী মহাসড়ক ও ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল শেষ হয়।

এ সময় শিক্ষার্থীরা এই সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ করে। বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাউনুর রহমান শাওন বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা, বিএম কলেজ প্রশাসন কখনও এর দায় এড়াতে পারে না। প্রশাসনের কাছে আমরা এর সঠিক বিচার চাই।

প্রসঙ্গত, বরিশাল বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুজয় বিশ্বাস শুভ ও আলিসা মুনতাজ এই সন্ত্রাসী হামলার শিকার হয়। গত ১৫ ই জানুয়ারি রাত ৯ টায় সরকারি বিএম কলেজ ক্যাম্পাস থেকে অতর্কিত হামলা করে।

ভিক্টিমরা দাবি করে, এই হামলার ব্যাপারে প্রশাসন বরাবর বিচার চাইতে গেলে বি এম কলেজে আমাদের শিক্ষার্থীদের অধ্যক্ষের কক্ষে অবরুদ্ধ অবস্থায় পড়তে হয়। অধ্যক্ষ বরাবর বারবার বলা হলেও তিনি কোনো রুপ কর্ণপাত করেনি।

মুক্ত ক্যাম্পাসের সঙ্গে যুক্ত থাকতে এখানে ক্লিক করুন

মুক্ত ক্যাম্পাস/জনি/এমআর

পূর্ববর্তী নিবন্ধচবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ক্যারিয়ার বিষয়ক ওয়ার্কশপ
পরবর্তী নিবন্ধআশুগঞ্জে সরিষা ক্ষেতে আধুনিক পদ্ধতিতে মধু চাষ