করোনায় একদিনে ৪৮ মৃত্যু

অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০ | ২:৪৫ অপরাহ্ণ
২৪ ঘণ্টায় মৃত্যু ৪১, শনাক্ত ৩০৫৭

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৪৮ জনের মৃত্যু হয়েছে। ফলে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়াল তিন হাজার ৮৩। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাস আরও দুই হাজার ৬৯৫ জনের দেহে শনাক্ত হয়েছে। এতে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৩৪ হাজার ৮৮৯ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ্য হয়েছেন ২ হাজার ৬৬৮ জন। এ নিয়ে মোট সুস্থ্য হলেন ১ লাখ ৩২ হাজার ৯৬০ জন।

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে করোনাভাইরাস বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের দৈনন্দিন বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে করোনা থেকে সুরক্ষিত ও সুস্থ থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান ডা. নাসিমা।

দেশে করোনা সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

মুক্ত ক্যাম্পাস/এমআর

পূর্ববর্তী নিবন্ধঈদ পালনে ধর্ম মন্ত্রণালয়ের ১৩ নির্দেশনা
পরবর্তী নিবন্ধঈদে ৬ দিন বন্ধ থাকবে আখাউড়া স্থলবন্দর