ঈদে ৬ দিন বন্ধ থাকবে আখাউড়া স্থলবন্দর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০ | ৪:০৮ অপরাহ্ণ | 109 বার পঠিত
নকশায় বিএসএফের আপত্তি, আখাউড়া স্থলবন্দরে ইমিগ্রেশন ভবন নির্মাণ কাজ বন্ধ
????????????????????????????????????

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে ৬ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এতে করে আজ বৃহস্পতিবার থেকে আগামী ৪ আগস্ট পর্যন্ত এ স্থলবন্দর দিয়ে ভারতে পণ্য রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

এছাড়া করোনা ভাইরাসের কারণে গত ১২ মার্চ থেকে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট ও আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে অনির্দিষ্টকালের জন্য দুই দেশের সাধারণ যাত্রী পারাপার বন্ধ রয়েছে।

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব উদ্দিন ভূঁইয়া জানান, ‘ঈদুল আযহা উপলক্ষে ৬ দিনের ছুটির বিষয়টি ভারতীয় ব্যবসায়ীদের চিঠি দিয়ে জানিয়ে দেয়া হয়েছে। ছুটি শেষে ৫ আগস্ট থেকে যথারীতি পণ্য রপ্তানি কার্যক্রম শুরু হবে।’

মুক্ত ক্যাম্পাস/রাসেল/জেডআর

পূর্ববর্তী নিবন্ধকরোনায় একদিনে ৪৮ মৃত্যু
পরবর্তী নিবন্ধএমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন-ভাতা প্রদান