‘উপকূল দিবসে’র দাবিতে লক্ষ্মীপুর সরকারি কলেজে আলোচনা সভা

জেলা প্রতিনিধি
মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯ | ১:৫২ অপরাহ্ণ | 168 বার পঠিত

‘উপকূল দিবস চাই’ এই শ্লোগানকে সামনে রেখে আজ মঙ্গলবার (১২ নভেম্বর) লক্ষ্মীপুর সরকারি কলেজে আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করা হয়েছে।

র‌্যালিটি কলেজ একাডেমিক প্রাঙ্গণ থেকে শুরু করে শিক্ষক মিলনায়তন এর সামনে এসে শেষ হয়।

সংবাদকর্মী জুনাইদ আল হাবিব এর সঞ্চালনায় উক্ত সভায় সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর সরকারি কলেজ এর অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান। বিশেষ অতিথি উপাধ্যক্ষ মোহাম্মদ শহীদুল্লাহ, স্বেচ্ছাসেবী সংগঠন নন্দন ফাউন্ডেশন এর সভাপতি রাজু আহমেদ, পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশ এর সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবু, কমলনগর উপজেলা ছাত্রলীগের আহবায়ক রাকিব হোসেন সোহেল, কবি কামরুল হাসান হৃদয় ও কলেজ এর বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান বলেন, ১৯৭০ সালের এর ১২ নভেম্বরে যে ঘূর্ণিঝড় আঘাত হেনেছিল তা আজও আমাদের হৃদয় ব্যথিত করে তোলে।সে চিত্রগুলো চোখের কোণে ভেসে উঠলেই শিহরণ জাগায় শরীরে। লাখো মানুষের আর্তনাদ আজও হৃদয়ে কম্পন সৃষ্টি করে। তাই সরকারের উচিত ১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’ হিসেবে ঘোষণা করা।

মুক্ত ক্যাম্পাস/হৃদয়/জেডআর

পূর্ববর্তী নিবন্ধআজ ভয়াল ১২ নভেম্বর
পরবর্তী নিবন্ধ‘সবুজ বাংলাদেশ’ পটুয়াখালী জেলা শাখার আহবায়ক কমিটি গঠন