ইবিতে জেল হত্যা দিবস পালিত

ইবি প্রতিনিধি:
রবিবার, ০৩ নভেম্বর ২০১৯ | ১০:১৭ অপরাহ্ণ | 121 বার পঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৪৫তম জেল হত্যা দিবস।

দিবসটি উপলক্ষে আজ রবিবার (৩ নভেম্বর) সকাল ১১টায় প্রশাসন ভবনের সামনে থেকে শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন উপাচার্য অধ্যাপক ড. রাশীদ আসকারী।

এমসয় র‌্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রশাসনিক ভবনের সামনে এসে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।

জেল হত্যা দিবসের আলোচনায় ছাত্র-উপদেষ্টা ও ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. রাশীদ আসকারী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সেলিম তোহা, স্বাগত বক্তা ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস.এম আব্দুল লতিফ।

এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, সভাপতি, প্রক্টর, ছাত্র-উপদেষ্টা, হল প্রাধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও সামাজিক সংগঠনসমূহ।

এসময় উপাচার্য অধ্যাপক ড. রাশীদ আসকারী বলেন, আমাদের বুঝতে হবে কারা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল। কারা সেদিন মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে হত্যা করেছিল। এরই ধারাবাহিকতায় তারা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ ৪ সহযোদ্ধাকে নির্মম ভাবে হত্যা করেছে। পরবর্তীতে তারা ২০০৪ সালের ২১ শে আগষ্ট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছিল। সুতরাং আমাদের মনে রাখতে হবে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির প্রতীক।

তিনি আরও বলেন, যারা এসব হত্যাকাণ্ডের সাথে জড়িত তারা রাজাকার, আল বদর, আল শামস। অমাদের মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে জানতে হবে সেই সাথে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিকেও চিনতে হবে। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে গভীরভাবে শ্রদ্ধা করতে হবে এবং এর বিপক্ষের শক্তিকে ঘৃনা করতে হবে। তাহলেই হওয়া যাবে খাৃঁটি দেশপ্রেমিক।

মুক্ত ক্যাম্পাস/শাহীন/এমআর

পূর্ববর্তী নিবন্ধইতিহাসের নিষ্ঠুর হত্যাযজ্ঞে স্তম্ভিত হয়েছিল সমগ্র বিশ্ব: শেখ আফিল এমপি
পরবর্তী নিবন্ধপেট্রোপোলে ইন্টারনেট বিকল, বেনাপোলে আমদানি বন্ধ