ইউপিএলের প্রতিষ্ঠাতা মহিউদ্দিন আহমেদ আর নেই

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ২২ জুন ২০২১ | ১১:১০ পূর্বাহ্ণ

দেশের প্রবীণ প্রকাশক দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) প্রতিষ্ঠাতা মহিউদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (২১ জুন) দিবাগত রাত ১টায় তিনি মারা যান। তার মেয়ে ও ইউপিএলের পরিচালক মাহরুখ মহিউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, মহিউদ্দিন আহমেদের নামাজে জানাজা মঙ্গলবার (২২ জুন) বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে।

মাহরুখ মহিউদ্দিন জানান, মৃত্যুকালে তার বাবার (মহিউদ্দিন আহমেদ) বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি গত প্রায় ২০ বছর ধরে মস্তিষ্কের রোগ পারকিনসন’স-এ ভুগছিলেন। কিছুদিন আগে তিনি করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে ওঠেন।

মহিউদ্দিন আহমেদকে ২০১৪ সালে ‘ইমেরিটাস প্রকাশক’ সম্মাননা দেয় বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি।

পূর্ববর্তী নিবন্ধঅনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফরম পূরণ শুরু কাল
পরবর্তী নিবন্ধএসএসসি-এইচএসসি নিয়ে অনিশ্চয়তা বাড়ছেই