আলিম পরীক্ষা শুরু ২ ডিসেম্বর

এমসি রিপোর্ট
সোমবার, ০৪ অক্টোবর ২০২১ | ১:০৩ অপরাহ্ণ
দাখিল নবমের রেজিস্ট্রেশন শুরু ১২ আগস্ট, ফি ১৯১

২০২১ সালের আলিম পরীক্ষা আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হবে। পরীক্ষা চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। রবিবার (৩ অক্টোবর) পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।

সূচি অনুযায়ী, প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে পরীক্ষা চলবে দেড় ঘণ্টা। প্রথমে বহুনির্বাচনি ও পরে লিখিত অংশের পরীক্ষা নেওয়া হবে। দুই অংশের পরীক্ষার মধ্যে কোনও বিরতি থাকবে না।

গত ২৩ সেপ্টেম্বর চলতি বছরের দাখিল ও ২৭ সেপ্টেম্বর এসএসসি ও এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করে শিক্ষা বোর্ডগুলো।

মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রকাশিত সূচি অনুযায়ী প্রথম দিন ২ ডিসেম্বর কোরআন মাজিদ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ৬ ডিসেম্বর হাদিস ও উসুলুল হাদিস, ৯ ডিসেম্বর আল ফিক্হ-১ম পত্র ও পদার্থবিজ্ঞান ১ম পত্র (তত্ত্বীয়), ১২ ডিসেম্বর আল ফিকহ-২য় পত্র, আরবি সাহিত্য (মুজাব্বিদ মাহির বিভাগ) ও পদার্থবিজ্ঞান ২য় পত্র (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ ছাড়া ১৫ ডিসেম্বর ইসলামের ইতিহাস, রসায়ন-১ম পত্র (তত্ত্বীয়) ও ভাজভিদ-১ম পত্র, ১৯ ডিসেম্বর বালাগাত ও মানতিক, রসায়ন ২য় পত্র (তত্ত্বীয়) এবং ভাজভিদ-২য় পত্র পরীক্ষা হবে।

করোনার কারণে চলতি বছর আবশ্যিক বিষয়ের পরীক্ষা হবে না। বিজ্ঞান, বাণিজ্য, মানবিক বিভাগ এবং মাদ্রাসা এবং কারিগরি শিক্ষার বিভাগ থেকে নির্বাচনিক তিনটি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার সময়সূচির বিশেষ নির্দেশনায় জানানো হয়, কোভিড-১৯ অতিমারির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের আসন গ্রহণ করতে হবে।

প্রিয় পাঠক, শিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক সর্বশেষ আপডেট পেতে মুক্ত ক্যাম্পাসের ফেসবুক পেজে লাইক দিন। লিঙ্ক : https://www.facebook.com/Muktocampus

পূর্ববর্তী নিবন্ধটিকা পায়নি বিশ্ববিদ্যালয়ের ৩৬ লাখ শিক্ষার্থী
পরবর্তী নিবন্ধচলতি মাসেই সব বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে