আগামী ৩ দিন বজ্রসহ বৃষ্টি হতে পারে

মুক্ত ক্যাম্পাস প্রতিবেদন
মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২০ | ১২:৪০ পূর্বাহ্ণ | 110 বার পঠিত
আগামী ৩ দিন বজ্রসহ বৃষ্টি হতে পারে

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী তিন দিন দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। মঙ্গল, বুধ ও বৃহস্পতিবারের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার ঢাকায় সামান্য বৃষ্টি হয়েছে। সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকাসহ রংপুর, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এ সময় সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। রংপুর, রাজশাহী, খুলনা ও ঢাকা বিভাগের দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং দেশের অন্যত্র প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশ এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

মুক্ত ক্যাম্পাস/এমআর

পূর্ববর্তী নিবন্ধসমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে না রাবি
পরবর্তী নিবন্ধলোহাগড়ায় দুর্বৃত্তদের হামলায় সাবেক চেয়ারম্যান বদর নিহত