অমর একুশে গ্রন্থমেলা শুরু ১৮ মার্চ

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ২৫ জানুয়ারি ২০২১ | ১০:০১ অপরাহ্ণ
এবছর ভার্চুয়ালি হবে একুশে বইমেলা

অবশেষে শুরু হতে যাচ্ছে অমর একুশে বইমেলা ২০২১। আগামী ১৮ মার্চ থেকে শুরু হয়ে বইমেলা চলবে পহেলা বৈশাখ ১৪ এপ্রিল পর্যন্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বইমেলা অনুষ্ঠানের জন্য সংস্কৃতি মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন।

আজ সোমবার সন্ধ্যায় সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর কাছে আমরা সারসংক্ষেপ পাঠিয়েছিলাম। তিনি বইমেলা আয়োজনের সিদ্ধান্ত দিয়েছেন একইসঙ্গে তারিখও নির্ধারণ করে দিয়েছেন।

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, প্রকাশকদের সঙ্গে কথা বলে বইমেলা শুরুর জন্য প্রস্তাবিত কয়েকটি তারিখ প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হয়েছিল। এরপর তার নির্দেশনা এলো।

সংস্কৃতি প্রতিমন্ত্রী আরও জানান, সোহরাওয়ার্দী উদ্যানেই বইমেলা হবে। আগে যেভাবে যে আয়োজনে বইমেলা আয়োজিত হতো সেভাবেই সব আয়োজন করা হবে। স্বাস্থ্যবিধি মেনে বইমেলা পরিচালনা করা হবে।

এ প্রসঙ্গে বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী বলেন, বইমেলা ১৮ মার্চ থেকে শুরু হবে এ বিষয়ে নির্দেশনা পেয়েছি। এর বেশি আমি এখনও কিছু জানি না।

পূর্ববর্তী নিবন্ধঅটোপাস আন্দোলনকারীদের করোনা আক্রান্তের সম্ভাবনা বেশি
পরবর্তী নিবন্ধবিলে রাষ্ট্রপতির সম্মতি, এইচএসসির ফল শিগগির